আর বি আই অথবা প্রাধিকৃত ব্যাঙ্ক শাখাগুলিতে দ - আরবিআই - Reserve Bank of India
আর বি আই অথবা প্রাধিকৃত ব্যাঙ্ক শাখাগুলিতে দেয় আয়কর আগাম প্রদান করুন- মার্চ 2017
তারিখ: 16/02/2017 আর বি আই অথবা প্রাধিকৃত ব্যাঙ্ক শাখাগুলিতে দেয় আয়কর আগাম প্রদান করুন- মার্চ 2017 ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আয়করদাতাদের (income tax assesses) কাছে আর্জি জানিয়েছে তাঁদের দেয় আয়কর নির্দিষ্ট তারিখের পর্যাপ্ত সময় আগে থাকতেই পাঠিয়ে দিতে। এটাও জানান হচ্ছে যে আয়করদাতারা বিকল্প প্রণালীগুলিও ব্যবহার করতে পারেন যেমন প্রতিনিধিত্বকারী (এজেন্সি) ব্যাঙ্কের নির্বাচিত শাখাসমূহ অথবা এইসকল ব্যাঙ্ক দ্বারা প্রস্তাবিত অনলাইন কর প্রদানের সুবিধা। এতে রিজার্ভ ব্যাঙ্কের কার্যালয়গুলিতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা জনিত অসুবিধা দূর হবে। দেখা গেছে যে প্রত্যেক বছর মার্চ মাসের শেষদিকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে বকেয়া আয়কর জমা দেওয়ার জন্য করদাতাদের ভীড় অতিরিক্ত বেড়ে যায় এবং রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে এত বিপুল সংখার করদাতাদের কাছে জমার রশিদ জারি করার চাপ বহন করা, এই উদ্দেশ্যে যতটা বেশী সম্ভব অতিরিক্ত কাউন্টার খোলা সত্বেও,কঠিন হয়ে পড়ে । দেয় আয়কর গ্রহণের জন্য উনত্রিশটি প্রতিনিধি ব্যাঙ্ক প্রাধিকৃত হয়েছে। এগুলি হল:
অজিত প্রসাদ প্রেস প্রকাশনি : 2016-2017/2208 |