RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78530486

বিনিয়োগকারীদের পছন্দমতো স্থানে ত্রাণ/সঞ্চয় বন্ডের অর্ধবার্ষিক সুদ/আসল প্রদান

RBI/2006-07/117

Ref. DGBA.CDD. No.H-3253/13.01.299/2006-07


আগস্ট ২৪, ২০০৬

ভাদ্র , ১৯২৮ (শক)

চেয়ারম্যান / ম্যানেজিং ডাইরেক্টর

স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া / সহযোগী ব্যাংকগুলি /

১৭টি রাষ্ট্রায়াত্ত ব্যাংক /

এইচ-ডি-এফ-সি ব্যাংক লিঃ / আই-সি-আই-সি-আই ব্যাংক লিঃ,

আই-ডি-বি-আই লিঃ / ইউ-টি-আই ব্যাংক লিঃ

স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইণ্ডিয়া

মাননীয় মহাশয়,

বিনিয়োগকারীদের পছন্দ মতো স্থানে ত্রাণ / সঞ্চয় বন্ডের আসল /অর্ধবার্ষিক সুদ প্রদান।

যেমন আপনারা অবগত আছেন যে প্রতিনিধি ব্যাংকগুলি সাধারণত মেয়াদপূর্তির পর ত্রাণ/সঞ্চয় বন্ডের আসল এবং অর্ধবার্ষিক সুদ যে কেন্দ্রে বিনিয়োগ করা হয়েছে সেই কেন্দ্রে ইন্টারেস্ট ওয়ারেন্ট/পেমেন্ট অর্ডারের দ্বারা প্রদান করে থাকে। কিন্তু অন্য স্থানের বিনিয়োগকারীদের সুবিধার্থে এবং গ্রাহক পরিষেবাকে আরো উন্নত করতে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ত্রাণ/সঞ্চয় বন্ডের আসল এবং অর্ধবার্ষিক সুদ যে কেন্দ্রে বিনিয়োগ করা হয়েছে তা ভিন্ন অন্য কেন্দ্রেও প্রদান করা যায় তার ব্যবস্থা করতে হবে। এই জন্য আপনাদের ব্যাংককে অনুরোধ করা হচ্ছে আপনারা যেন এই খাতে অর্থ প্রদান করার জন্য কোনো শুল্ক ব্যতীত একটি ডিমান্ড ড্রাফট অথবা আপনাদের ব্যাংকের সব শাখায় ভাঙানো যায় এমন অ্যাট পার চেকের মাধ্যমে তা প্রদান করেন। আপনারা চাইলে গ্রাহকদের অর্থ প্রদান সংক্রান্ত প্রয়োজনীয় সংশোধনী সংযোজনী-১এ-তে অন্তর্ভুক্ত করতে পারেন।

ইতি ভবদীয়,

 

(বি বি সংমা)

জেনারেল ম্যানেজার

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

এই পেজটি কি সহায়ক ছিল?