RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78441549

মৃত গ্রাহকের মেয়াদি আমানতে সুদ প্রদান

মৃত আমানতকারীর মেয়াদি আমানতের উপর সুদ প্রদান

DBOD No.Dir.BC. 64/13.03.00/2000-2001
জানুয়ারী ০৩, ২০০১
পৌষ ১৩ , ১৯২২ শক

সমস্ত বাণিজ্যভিত্তিক ব্যাংক

(আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি/স্থানীয় ব্যাংকগুলি অন্তর্ভুক্ত)

মহাশয়,

মৃত আমানতকারীর মেয়াদি আমানতের উপর সুদ প্রদান

অনুগ্রহ করে মৃত আমানতকারীর আমানত অ্যাকাউন্টের উপর সুদ প্রদানের বিষয় সম্পর্কে আমাদের নভেম্বর ৪,২০০০ তারিখের নির্দেশাবলী ডিবিওডি নং. DBOD No.Dir.BC.46/13.03.00/ 2000-2001-র অনুচ্ছেদ ১৪,এবং নভেম্বর ৪, ২০০০ তারিখের নির্দেশাবলী ডিবিওডি নং. DBOD No.Dir.BC.48/13.03.00/2000-2001-র অনুচ্ছেদ ৯ দেখুনবর্তমানে শুধুমাত্র সেই ক্ষেত্রেই মৃত আমানতকারীর দাবীদারদের সুদ দেওয়া হয় মেয়াদপূর্তীর তারিখের পরের সময়ের জন্যে যেখানে আমানতকারীর মৃত্যু ঘটে আমানতটির মেয়াদপূর্তী হওয়ার আগেএই সুদ দেওয়া হয় সেই হারে যেটা প্রযোজ্য হবে যতদিন আমানতটি ব্যাঙ্কের কাছে রাখা ছিল মানে আমানতটি ফিরিয়ে দেওয়ার তারিখ পর্যন্ত, সেই সময়ের উপরযদি আমানতকারীর মৃত্যু ঘটে থাকে তার টার্ম আমানতটির মেয়াদপূর্তীর পরে ,তবে সেই টার্ম আমানতটির উপর মেয়াদপূর্তীর তারিখের পর কোন সুদ প্রদান করা হবে না এই ভিত্তিতে যে ডিপোসিটার তার আমানতটি বাড়তি সময়ের জন্যে নবীকরণ করার অধিকার প্রয়োগ করতে অক্ষম হয়েছেন

. আমরা প্রতিবেদন পাচ্ছি যাতে কিছু পরিমাণ সুদ অনুমোদন করা যেতে পারে সেসব ক্ষেত্রে, যেখানে আমানতকারীর মৃত্যু ঘটে থাকে তার ডিপোসিটের মেয়াদপূর্তী তারিখের পরে এবং তিনি তার আমানতটি বাড়তি সময়ের জন্যে নবীকরণ করতে অক্ষম হয়েছেন, যেহেতু ব্যাংক সেই অর্থ উপভোগ করেছে আমানতকারীর বৈধ উত্তরাধিকার /মনোনীত ব্যাক্তিকে ডিপোসিটের টাকা ফেরত দেওয়ার তারিখ পর্যন্তএই বিষয়টি আমরা বিবেচনা করেছি এবং এখনে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সব ক্ষেত্রে ব্যাংক সুদ দিতে পারে সেভিঙ্গস্ ডিপোসিটের হারে(টাকার ডিপোসিটের ক্ষেত্রে) অথবা রেসিডেন্ট ফরেন কারেন্সি (আরএফসি) সেভিঙ্গস্ ডিপোসিটের হারে {এফসিএনআর(বি) ডিপোসিটের ক্ষেত্রে} যা কার্যকরী হবে মেয়াদপূর্তীর তারিখে, মেয়াদপূর্তীর তারিখ থেকে সুদ প্রদানের তারিখ পর্যন্ত

৩. এই অনুযায়ী, জানুয়ারী ০৩, ২০০১ তারিখের পরিবর্তনকারী নির্দেশাবলী ডিবিওডি নং. DBOD Nos.Dir.BC.62 and 63/13.03.00/ 2000-2001 সংযুক্ত করা হল

. এর ফলস্বরূপ নিম্নলিখিত পরিবর্তণগুলি অনুগ্রহ করে, ম্যানুয়াল অফ ইন্সট্রাক্শনের অংশ.I এর ভাগ-I-এর ক্ষেত্রে প্রয়োগ করুন:

(ক) সংযুক্ত স্লিপ নং. ১০ অনুযায়ী অনুচ্ছেদ 9.I.11 এর চলতি উপধারা (iii) থেকে ধারা (i)এ পরিবর্তন করা হোক

(খ) সংযুক্ত স্লিপ নং. ১১ অনুযায়ী অনুচ্ছেদ 9.III এর চলতি উপধারা (iii) থেকে ধারা (ix)এ পরিবর্তণ করা হোক

ইতি ভবদীয়,

(পি.ভি.সুব্বা রাও)

চীফ জেনারেল ম্যানেজার

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

এই পেজটি কি সহায়ক ছিল?