অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ- লক্ষ্য এবং প্রকারভেদ: নন-কর্পোরেট কৃষকদের প্রতি ঋণপ্রদান- গত তিন বছরের প্রণালীগত গড়
RBI/2017-18/61 সেপ্টেম্বর 21, 2017 চেয়ারম্যান / প্রাবন্ধিক নির্দেশক মুখ্য কার্যনির্বাহী আধিকারিক [সকল দেশীয় তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক মাননীয় মহাশয়/ মহাশয়া, অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ- লক্ষ্য এবং প্রকারভেদ: নন-কর্পোরেট কৃষকদের প্রতি ঋণপ্রদান- গত তিন বছরের প্রণালীগত গড় উপরোক্ত বিষয়ের উপর দ্রষ্টব্য আমাদের জুলাই 16, 2015 তারিখাঙ্কিত সারকুলার নং. FIDD.CO.Plan.BC.08/04.09.01/2015-16 দ্বারা জানান হয়েছে যে নন-কর্পোরেট কৃষকদের প্রতি সার্বিকভাবে সরাসরি ঋণপ্রদানের বিষয়ে শেষ তিন বছরের অর্জন সম্পর্কিত প্রণালীগত গড় নির্ধারিত পদ্ধতিতে ঘোষিত হবে, এবং পরবর্তী ক্ষেত্রে এটি প্রতি বছরের শুরুতে ঘোষিত হবে। 2. এই প্রসঙ্গে জ্ঞাতব্য, অগ্রাধিকার ক্ষেত্রে ঋণের অধীনে 2017-18 অর্থবর্ষে অর্জন-পরিমাণ নির্ণয়ের জন্য প্রযোজ্য প্রণালীগত গড় সংখ্যা হল 11.78 শতাংশ। আপনার বিশ্বস্ত, (উমা শঙ্কর) |
পেজের শেষ আপডেট করা তারিখ: