লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং ব - আরবিআই - Reserve Bank of India
লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)- সুদের হার সংশোধন
আরবিআই/২০১২-১৩/৪৫৮ মার্চ ২৮, ২০১৩ সভাপতি এবং পরিচালন অধিকর্তা /পরিচালন অধিকর্তা মহাশয়/মহাশয়া, লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)- সুদের হার সংশোধন দয়া করে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার সংক্রান্ত আমাদের জানুয়ারি ২০,২০১২ তারিখের সার্কুলার নং আরবিআই/২০১১-১২/৩৫৯ দেখবেন, যেখানে বলা হয়েছে যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার-এর সংশোধন সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি আর্থিক বছরের জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার সরকার কর্তৃক বিজ্ঞাপিত হবে সেই বছরে এপ্রিল ১-এর পূর্বে। ২. ভারত সরকার তাদের মার্চ ২৫, ২০১৩ তারিখের অফিস মেমোরেন্ডম (ওএম) নং. ৬-১/২০১১-এনএস.II.(পিটি)-এর মাধ্যমে আর্থিক বছর ২০১৩-১৪-র জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর প্রদেয় সুদের হার জানিয়ে দিয়েছেন। তদনুসারে, প্রকল্পের অন্তর্ভুক্ত চক্রবৃদ্ধিহারে সুদ/ অর্থপ্রদান-এর ভিত্তিতে আর্থিক বছর ২০১৩-১৪-র জন্য পিপিএফ ১৯৬৮ ও এসসিএসএস, ২০০৪-এর জন্য সুদের হার, যা এপ্রিল ১, ২০১৩ থেকে বলবৎ হবে, নিম্ন হারে:
৩. এই সার্কুলারের বিষয়বস্তু আপনার ব্যাঙ্কের যে সমস্ত শাখাগুলি পিপিএফ, ১৯৬৮ এবং এসসিএসএস, ২০০৪ প্রকল্পগুলি নিয়ে কাজ করে তাদের নজরে আনবেন। পিপিএফ, ১৯৬৮ এবং এসসিএসএস, ২০০৪-এর গ্রাহকদের জন্য এবিষয়টি আপনার শাখাগুলির নোটিস বোর্ডে প্রদর্শিত করবেন। আপনার বিশ্বস্ত (সঙ্গীতা লালওয়ানি) |