RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78461523

লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)- সুদের হার সংশোধন

আরবিআই/২০১১-১২/৪৮৩
ডিজিবিএ.সিডিডি.নং.এইচ-৬৫০৬/১৫.০২.০০১/২০১১-১২

 এপ্রিল ৩, ২০১২

সভাপতি এবং পরিচালন অধিকর্তা /পরিচালন অধিকর্তা
প্রধান কার্যালয়, সরকারি লেখা বিভাগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা/
স্টেট ব্যাঙ্ক অফ বিকানির এন্ড জয়পুর /স্টেট ব্যাঙ্ক অফ ট্রাভাঙ্কোর/
স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ /স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর /অন্ধ্র ব্যাঙ্ক/
এলাহাবাদ ব্যাঙ্ক/ ব্যাঙ্ক অফ বরোদা / ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র /কানারা ব্যাঙ্ক/ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
কর্পোরেশন ব্যাঙ্ক /দেনা ব্যাঙ্ক/ ইন্ডিয়ান ব্যাঙ্ক /ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক/
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক/সিন্ডিকেট ব্যাঙ্ক/ ইউকো ব্যাঙ্ক/
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /বিজয়া ব্যাঙ্ক/
আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড/আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড

মহাশয়/মহাশয়া,

লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)- সুদের হার সংশোধন

দয়া করে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার সংক্রান্ত আমাদের জানুয়ারি ২০,২০১২ তারিখের সার্কুলার নং আরবিআই/২০১১-১২/৩৫৯ দেখবেন, যেখানে বলা হয়েছে যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার-এর সংশোধন সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি আর্থিক বছরের জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার সরকার কর্তৃক বিজ্ঞাপিত হবে সেই বছরে এপ্রিল ১-এর পূর্বে।

২. ভারত সরকার তাদের মার্চ ২৬, ২০১২ তারিখের অফিস মেমোরেন্ডম (ওএম) নং. ৬-১/২০১১-এনএস.II.(পিটি)-এর মাধ্যমে আর্থিক বছর ২০১২-১৩-র জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর প্রদেয় সুদের হার জানিয়ে দিয়েছেন। তদনুসারে, প্রকল্পের অন্তর্ভুক্ত চক্রবৃদ্ধিহারে সুদ/ অর্থপ্রদান-এর ভিত্তিতে আর্থিক বছর ২০১২-১৩-র জন্য পিপিএফ ১৯৬৮ ও এসসিএসএস, ২০০৪-এর জন্য সুদের হার, যা এপ্রিল ১, ২০১২ থেকে বলবৎ হবে, নিম্ন হারে:

প্রকল্প

০১.১২.২০১১. থেকে কার্যকরী সুদের হার

০১.০৪.২০১২ থেকে কার্যকরী সুদের হার

৫ বছরের এসসিএসএস, ২০০৪

.% বার্ষিক

.% বার্ষিক

পিপিএফ, ১৯৬৮

.% বার্ষিক

.% বার্ষিক

৩. এই সার্কুলারের বিষয়বস্তু আপনার ব্যাঙ্কের যে সমস্ত শাখাগুলি পিপিএফ, ১৯৬৮ এবং এসসিএসএস, ২০০৪ প্রকল্পগুলি নিয়ে কাজ করে তাদের নজরে আনবেন। পিপিএফ, ১৯৬৮ এবং এসসিএসএস, ২০০৪-এর গ্রাহকদের জন্য এবিষয়টি আপনার শাখাগুলির নোটিস বোর্ডে প্রদর্শিত করবেন।

আপনার বিশ্বস্ত

(সঙ্গীতা লালওয়ানি)
উপ মহাপ্রবন্ধক

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

এই পেজটি কি সহায়ক ছিল?