আরবিআই দাবিহীন আমানতের বিষয়ে সতর্ক করে - আরবিআই - Reserve Bank of India
আরবিআই দাবিহীন আমানতের বিষয়ে সতর্ক করে
22 জুলাই 2022 আরবিআই দাবিহীন আমানতের বিষয়ে সতর্ক করে সঞ্চয়/ চালু খাতা (savings / current accounts)-এ থাকা অবশিষ্ট রাশি যার বিষয়ে 10 বছর যাবৎ কোনও ক্রিয়াকার্যাদি হয়নি, অথবা মেয়াদী আমানত (term deposit) যার বিষয়ে মেয়াদপূর্তী-র তারিখের 10 বছরের মধ্যে কোনও দাবি পেশ করা হয়নি – প্রকারভুক্ত হয় “দাবিহীন আমানত” (“Unclaimed Deposits”) হিসাবে। এইসকল রাশিগুলি ব্যাঙ্ক কর্তৃক স্থানান্তরিত হয় “গ্রাহক শিক্ষা এবং সচেতনতা” (“Depositor Education and Awareness” (DEA)) নিধি-তে যেটির রক্ষণাবেক্ষণ সম্পাদিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কতৃক। আমানতকারীগণ যদিও, তখনও সত্বাধীকারী থাকেন পরবর্তী কোনও তারিখে যথাপ্রযোজ্য সুদসমেত আমানত দাবি করার মর্মে, সেইসকল ব্যাঙ্ক(সমূহ) থেকে যেখানে এরূপ আমানত রাখা হয়েছিল। ব্যাঙ্ক, তৎসহ আরবিআই কর্তৃক সময়ে সময়ে জন সচেতনতা প্রসার কর্মসূচী গ্রহণ করা সত্বেও, দাবিহীন আমানত-এর রাশিপরিমানে বর্ধনশীলতার প্রবনতা পরিলক্ষিত হচ্ছে। “দাবিহীন আমানত”-এর বৃদ্ধি হতে থাকা পরিমান মুলত উদ্ভূত হয় সেইসব সঞ্চয়/ চালু খাতা বন্ধ না করার ফলে যেগুলি ক্রিয়াশীল রাখার বিষয়ে আমনতকারীগণ আর আগ্রহী থাকেন না, অথবা মেয়াদপূর্ণ হওয়া স্থায়ী আমানতের (fixed deposits) ক্ষেত্রে রাশিফেরত দাবি (redemption claims) পেশ না করার ফলে। তৎসহ মৃত আমানতকারীদের খাতা (accounts) বিষয়ক কিছু ক্ষেত্র আছে, যেখানে মনোনীত ব্যক্তি(nominees)/ আইনসম্মত উত্তরাধিকারী (legal heirs) সামনে আসেন না সংশ্লিষ্ট ব্যাঙ্ক-এর কাছে দাবি পেশ করতে। এরূপ আমানতকারী অথবা মৃত আমানতকারীদের মনোনীত ব্যক্তি/ আইনসম্মত উত্তরাধিকারী-দের আমানত খুঁজে পাওয়া ও দাবি পেশ করা-র বিষয়ে সহায়তা করতে ব্যাঙ্ক ইতিমধ্যে দাবিহীন আমানত সমূহের তালিকা তাদের ওয়েবসাইটে কিছু পরিচয়সূচক বিশদ সহ প্রকাশ করে। এরূপ আমানত সমূহের মর্মে দাবি পেশ করতে জনসাধারনকে উৎসাহ দেওয়া হয় চিহ্নিতকরণ করতে ও ব্যাঙ্কের কাছে অগ্রসর হতে। (যোগেশ দয়াল) প্রেস প্রকাশনী: 2022-2023/S84 |