আর বি আই 6 টি এন বি এফ সি –এর পঞ্জীকরণ প্রমাণ পত্ - আরবিআই - Reserve Bank of India
78471135
এই তারিখে প্রকাশিত
মে 03, 2016
আর বি আই 6 টি এন বি এফ সি –এর পঞ্জীকরণ প্রমাণ পত্র বাতিল করল
তারিখ : 03/05/2016 আর বি আই 6টি এন বি এফ সি –এর পঞ্জীকরণ প্রমাণ পত্র বাতিল করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট,1934 –এর ধারা 45-IA (6) –এর অধীনে তার উপর ন্যস্ত ক্ষমতা বলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আর বি আই) নিম্নে উল্লেখিত নন-ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানীগুলির পঞ্জীকরণ প্রমাণ পত্র বাতিল করেছে ।
এই হেতু ,এই কোম্পানীগুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট,1934 –এর ধারা 45-Iএর অনুচ্ছেদ (a ) –তে নির্ধারিত নন-ব্যাংকিং আর্থিক সংস্থার ব্যবসায়িক কাজকর্ম করতে পারবে না। অজিত প্রসাদ প্রেস প্রকাশনী :2015-2016/2560 |
प्ले हो रहा है
শুনুন
এই পেজটি কি সহায়ক ছিল?