হারদোই আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, হারদোই, উত্তর প্রদেশ-এর লাইসেন্স আরবিআই বাতিল করল
তারিখ: 31/08/2017 হারদোই আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, হারদোই, উত্তর প্রদেশ-এর লাইসেন্স আরবিআই বাতিল করল জনসাধারণের জ্ঞাতার্থে এতদ্বারা জানান হচ্ছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) অগস্ট 11, 2017 তারিখাঙ্কিত দ্রষ্টব্য আদেশের মাধ্যমে, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 (সমবায় সমিতির ক্ষেত্রে যথাপ্রযোজ্য)–এর ধারা 22 তৎসহ পঠিত ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 56-এর অধীনে ব্যাঙ্কিং ব্যবসাকার্য চালনোর জন্য হারদোই আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড., হারদোই, উত্তর প্রদেশ এর লাইসেন্স অগস্ট 30, 2017 তারিখ কাজের শেষ থেকে প্রযোজ্যভাবে বাতিল করে দিয়েছে। ইতিমধ্যে তৎকাল ভিত্তিতে ব্যাঙ্কটিকে আমানত গ্রহণ/ ফেরত সহ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 (সমবায় সমিতির ক্ষেত্রে যথাপ্রযোজ্য)-এর ধারা 5(b) –এর দ্বারা সংজ্ঞায়িত ‘ব্যাঙ্কিং’ সম্পর্কিত ব্যবসায়িক লেনদেন থেকে নিষেধ করে রাখা হয়েছে। অজিত প্রসাদ প্রেস প্রকাশনি: 2017-2018/587 |
পেজের শেষ আপডেট করা তারিখ: