অ্যাক্সিস ব্যাংক নিয়ে ওঠা জনশ্রুতি আর বি আই অ - আরবিআই - Reserve Bank of India
78490752
এই তারিখে প্রকাশিত ডিসেম্বর 12, 2016
অ্যাক্সিস ব্যাংক নিয়ে ওঠা জনশ্রুতি আর বি আই অস্বীকার করল
তারিখ : 12/12/2016 অ্যাক্সিস ব্যাংক নিয়ে ওঠা জনশ্রুতি আর বি আই অস্বীকার করল ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্টীকরণ করল যে অ্যাক্সিস ব্যাংকের কিছু শাখাতে বিশেষভাবে উল্লেখিত ব্যাংকনোট জমা/ বিনিময় সংক্রান্ত লেনদেন করার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ওঠা অনিয়মের কারণে ওই ব্যাংকের ব্যাংকিং অনুজ্ঞাপত্র বাতিল করার জন্য রিজার্ভ ব্যাংক কোন পদক্ষেপ গ্রহনের কাজ শুরু করেনি । এই ব্যাংকটি তাদের ব্যাংকিং অনুজ্ঞাপত্র হারাতে চলেছে, একটি অংশের গণমাধ্যমে এমন জনশ্রুতি ওঠার পরিপ্রেক্ষিতে এই স্পষ্টীকরণ দেওয়া হল। অল্পনা কিল্লাওয়ালা প্রেস প্রকাশনী: 2016-2017/1487 |
प्ले हो रहा है
শুনুন
এই পেজটি কি সহায়ক ছিল?