আর বি আই নিউ দিল্লী স্থিত দ্য বৈশ্য কো-অপারেটিভ কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড-এর প্রতি জারি করা বিশেষ নিয়ন্ত্রণবিধির মেয়াদ বৃদ্ধি করল
তারিখ : 08/03/2017 আর বি আই নিউ দিল্লী স্থিত দ্য বৈশ্য কো-অপারেটিভ কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড-এর প্রতি জারি করা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 (সমবায় সমিতি-র ক্ষেত্রে যথাপ্রযোজ্য)-এর ধারা 35A –র উপধারা (1) এবং (2) –এর অধীনে তার উপর ন্যস্ত ক্ষমতাবলে এতদ্বারা এই আদেশ জারি করে যে নিউ দিল্লী স্থিত দ্য বৈশ্য কো-অপারেটিভ কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড, -এর প্রতি জারি করা অগস্ট 28, 2015 তারিখাঙ্কিত আদেশবিধি যার মেয়াদ শেষবার 08.03.2017 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল তা উক্ত ব্যাঙ্কটির ক্ষেত্রে পর্যালোচনার সাপেক্ষে আরও ছয় মাস মেয়াদের জন্য অর্থাৎ 08.09.2017 পর্যন্ত কার্যকরী রূপে বহাল থাকবে। অজিত প্রসাদ প্রেস প্রকাশনি: 2016-2017/2390 |
পেজের শেষ আপডেট করা তারিখ: