আরবিআই কর্তৃক লাটুর আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ - আরবিআই - Reserve Bank of India
আরবিআই কর্তৃক লাটুর আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, লাটুর-এর ওপর আর্থিক দন্ড আরোপ
তারিখ: 25/08/2015 আরবিআই কর্তৃক লাটুর আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, লাটুর-এর ওপর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আপনার গ্রাহককে জানুন প্রথা এবং আরবিআই নির্দেশ লঙ্ঘন করার জন্য ব্যাঙ্কিং রেগুলেশন এ্যাক্ট, 1949-এর (সমবায় সমিতির ক্ষেত্রে যেমন প্রযোজ্য) ধারা 47এ (1)বি সঙ্গে পঠিত ধারা 46 (4)-এর অধীনে ন্যস্ত ক্ষমতাবলে লাটুর আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, লাটুরের ওপর ₹ 5.00 লাখ (পাঁচ লাখ টাকা মাত্র)আর্থিক দন্ড আরোপ করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কটিকে একটি শোকজ নোটিস ধরিয়েছে, যার উত্তরে ব্যাঙ্কটি একটি লিখিত জবাব পাঠিয়েছে। বিষয়টি বিবেচনা করার পরে এবং এই বিষয়ে ব্যাঙ্কের জবাবের পরে, রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্তে এসেছে যে লঙ্ঘন অনুপাতে ধার্য আর্থিক দন্ড ন্যায্য এবং উপযুক্ত। অনিরুধা ডি. যাদব প্রেস বিজ্ঞপ্তিঃ 2015-2016/490 |