আরবিআই নবপল্লী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর উপর আর্থিক জরিমানা আরোপ করল - আরবিআই - Reserve Bank of India
আরবিআই নবপল্লী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর উপর আর্থিক জরিমানা আরোপ করল
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) অগ্রাধিকার ক্ষেত্র-জনিত ঋণপ্রদান (Priority Sector Lending (PSL)) সংক্রান্ত অর্জনকার্যে ঘাটতি হেতু ক্ষুদ্র এবং লঘু উদ্যোগ পুনঃঅর্থসংস্থান তহবিল (Micro and Small Enterprises (MSE) Refinance Fund)-এ অবদান প্রদানক্রিয়া সংক্রান্ত আরবিআই দ্বারা জারিকৃত নির্দিষ্ট নির্দেশবিধি বিষয়ক অননুপালনক্রিয়া-র মর্মে অক্টোবর 03, 2024 দিনাঙ্কিত আদেশ মারফত নবপল্লী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (ব্যাঙ্ক)-এর উপর ₹1.10 লাখ (এক লাখ দশ হাজার টাকা মাত্র)-এর আর্থিক জরিমানা আরোপ করেছে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 47A (1) (c) তৎসহ পঠিত ধারা সমূহ 46 (4) (i) ও 56–এর বিধানসমূহের অধীনে আরবিআই-তে ন্যস্ত ক্ষমতাবলের প্রয়োগে এই দন্ড-টি আরোপ করা হয়েছে। আরবিআই দ্বারা ব্যাঙ্ক টির প্রতি নির্দিষ্ট আদেশবিধি মারফত স্মল ইনডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Small Industries Development Bank of India (SIDBI) ) দ্বারা প্রশাসিত MSE রিফিনান্স ফান্ড –এ অর্থবর্ষ (FY) 2022-23-তে PSL লক্ষ্যমাত্রা অর্জনকার্যে ঘাটতি-র সাপেক্ষে নির্দিষ্ট রাশি জমা করতে আদেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত রাশিটি জমাকার্যে ব্যর্থতা-র সাপেক্ষে আরবিআই দ্বারা ব্যাঙ্কটির প্রতি দরকারজনিত রাশি জমা করার মর্মে পরামর্শ দিয়ে একটি সতর্কতা পত্র তৎসহ জারি করা হয়েছিল, কিন্তু ব্যাঙ্কটি পুনরায় তা জমা করতে ব্যর্থ হয়। প্রাগোক্ত অননুপালনক্রিয়া এবং এই সম্পর্কিত বার্তাবিনিময়ের ভিত্তিতে, ব্যাঙ্ক-টির প্রতি একটি বিজ্ঞপ্তি (notice) জারি করা হয়েছিল এর উপর কেন নির্ধারিত নির্দেশবিধি সমূহ অনুপালন ক্রিয়া-তে এর ব্যর্থ হওয়ার জন্য দন্ড আরোপ করা হবে না সেইমর্মে কারণ দর্শানোর পরামর্শ দিয়ে। বিজ্ঞপ্তি টির সাপেক্ষে ব্যাঙ্ক টি-র জবাব এবং ব্যক্তিগত শুনানি কালীন পেশ করা মৌখিক দাখিলাদি বিবেচনা করা’র পর আরবিআই অন্যান্য বিষয়ের সাথে খুঁজে পেয়েছে যে FY 2022-23-তে PSL লক্ষ্যমাত্রা অর্জনকার্যে ঘাটতি-র সাপেক্ষে SIDBI-তে ক্রিয়ারক্ষিত MSE রিফিনান্স ফান্ড –এ নির্ধারিত রাশি নির্ধারিত সময়ের ভিতরে এবং এমনকি সতর্কতা পত্র জারির পরেও জমাক্রিয়া-য় ব্যর্থতা জনিত অভিযোগ ধার্য-ক্রিয়া(charges) সঙ্গত ভাবে প্রতিষ্ঠিত এবং আর্থিক জরিমানা আরোপ যথোপযুক্ত। এই ক্রিয়াপদক্ষেপ-এর ভিত্তি- বিধিসম্পর্কিত(regulatory) অনুপালন কার্যে খামতি, এবং ব্যাঙ্ক কর্তৃক তার গ্রাহকের সাথে ক্রিয়াসম্পাদিত কোনও লেনদেন বা সম্মতিসনদ (agreement)-এর বৈধতা-র উপর বিচার-প্রভাব আরোপ এর অভিপ্রায় নয়। অধিকন্তু, এই আর্থিক দন্ড আরোপ হয় প্রাক-সিদ্ধান্ত বিনা (without prejudice)- অপর কোনও ক্রিয়াপদক্ষেপ-এর সাপেক্ষে যা আরবিআই কর্তৃক ব্যাঙ্ক টির বিরুদ্ধে আরম্ভ করা হ’তে পারে। (পুনীত পাঞ্চোলি) প্রেস রিলিজ: 2024-2025/1235 |