আরবিআই আর্থিক জরিমানা আরোপ করল দ্য জয়নগর মজিলপুর পিপল’স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল-এর উপর - আরবিআই - Reserve Bank of India
আরবিআই আর্থিক জরিমানা আরোপ করল দ্য জয়নগর মজিলপুর পিপল’স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল-এর উপর
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) নভেম্বর 11, 2024 দিনাঙ্কিত আদেশ মারফত দ্য জয়নগর মজিলপুর পিপল’স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল (ব্যাঙ্ক)-এর উপর ₹6.34 লাখ (ছয় লাখ চৌত্রিশ হাজার টাকা মাত্র)-এর আর্থিক জরিমানা আরোপ করেছে ‘অগ্রাধিকার ক্ষেত্র-জনিত ঋণপ্রদান- লক্ষ্যমাত্রা এবং শ্রেণীবিভাজন’ (‘Priority Sector Lending (PSL) - Targets and Classification’) সংক্রান্ত আরবিআই দ্বারা জারিকৃত নির্দিষ্ট কিছু নির্দেশবিধি ও PSL জনিত অর্জনকার্যে ঘাটতি হেতু ক্ষুদ্র এবং লঘু উদ্যোগ পুনঃঅর্থসংস্থান তহবিল (Micro and Small Enterprises (MSE) Refinance Fund)-এ অবদান প্রদানক্রিয়া সংক্রান্ত আরবিআই দ্বারা জারিকৃত নির্ধারিত নির্দেশবিধি বিষয়ক অননুপালনক্রিয়া-র মর্মে । ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 47A (1) (c) তৎসহ পঠিত ধারা সমূহ 46 (4) (i) ও 56–এর বিধানসমূহের অধীনে আরবিআই-তে ন্যস্ত ক্ষমতাবলের প্রয়োগে এই দন্ড-টি আরোপ করা হয়েছে।
আরবিআই দ্বারা ব্যাঙ্ক টির প্রতি নির্ধারিত নির্দেশবিধি মারফত স্মল ইনডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Small Industries Development Bank of India (SIDBI) ) দ্বারা প্রশাসিত MSE রিফিনান্স ফান্ড –এ অর্থবর্ষ (FY) 2022-23-তে PSL লক্ষ্যমাত্রা অর্জনকার্যে ঘাটতি-র সাপেক্ষে নির্দিষ্ট রাশি জমা করতে আদেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত রাশিটি জমাকার্যে ব্যর্থতা-র সাপেক্ষে আরবিআই দ্বারা ব্যাঙ্কটির প্রতি দরকারজনিত রাশি জমা করার মর্মে পরামর্শ দিয়ে একটি সতর্কতা পত্র তৎসহ জারি করা হয়েছিল, কিন্তু ব্যাঙ্কটি তা জমা করতে ব্যর্থ হয়। প্রাগোক্ত অননুপালনক্রিয়া এবং ঐ সম্পর্কিত বার্তাবিনিময়ের ভিত্তিতে, ব্যাঙ্ক-টির প্রতি একটি বিজ্ঞপ্তি (notice) জারি করা হয়েছিল এর উপর কেন নির্ধারিত নির্দেশবিধি সমূহ অনুপালন ক্রিয়া-তে এর ব্যর্থ হওয়ার জন্য দন্ড আরোপ করা হবে না সেইমর্মে কারণ দর্শানোর পরামর্শ দিয়ে।
বিজ্ঞপ্তি টির সাপেক্ষে ব্যাঙ্ক টি-র জবাব এবং ব্যক্তিগত শুনানি কালীন এর দ্বারা পেশ করা মৌখিক দাখিলাদি বিবেচনা করা’র পর আরবিআই অন্যান্য বিষয়ের সাথে খুঁজে পেয়েছে যে FY 2022-23-তে PSL লক্ষ্যমাত্রা অর্জনকার্যে ঘাটতি-র সাপেক্ষে SIDBI-তে ক্রিয়ারক্ষিত MSE রিফিনান্স ফান্ড –এ নির্ধারিত রাশি নির্ধারিত সময়ের ভিতরে এবং এমনকি সতর্কতা পত্র জারির পরেও জমাক্রিয়া-য় ব্যর্থতা জনিত অভিযোগ ধার্য-ক্রিয়া(charges) সঙ্গত ভাবে প্রতিষ্ঠিত এবং আর্থিক জরিমানা আরোপ যথোপযুক্ত।
এই ক্রিয়াপদক্ষেপ-এর ভিত্তি- বিধিসম্পর্কিত(regulatory) অনুপালন কার্যে খামতি, এবং ব্যাঙ্ক কর্তৃক তার গ্রাহকের সাথে ক্রিয়াসম্পাদিত কোনও লেনদেন বা সম্মতিসনদ (agreement)-এর বৈধতা-র উপর বিচার-প্রভাব আরোপ এর অভিপ্রায় নয়। অধিকন্তু, এই আর্থিক দন্ড আরোপ হয় প্রাক-সিদ্ধান্ত বিনা (without prejudice)- অপর কোনও ক্রিয়াপদক্ষেপ-এর সাপেক্ষে যা আরবিআই কর্তৃক ব্যাঙ্ক টির বিরুদ্ধে আরম্ভ করা হ’তে পারে।
(পুনীত পাঞ্চোলি) প্রেস প্রকাশনী : 2024-2025/1511 |