ভারতীয় রিজার্ভ ব্যাংক, তেলেঙ্গানা, হায়দ্রাব - আরবিআই - Reserve Bank of India
ভারতীয় রিজার্ভ ব্যাংক, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ স্থিত “আগ্রহ কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড –এর উপর জরিমানা আরোপ করল
তারিখ : 07/06/2016 ভারতীয় রিজার্ভ ব্যাংক, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ স্থিত “আগ্রহ কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড –এর উপর ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 (সমবায় সমিতির ক্ষেত্রে যথা প্রযোজ্য)-এর ধারা 47 A(1) (b) তৎসহ পঠিত ধারা 46 (4) -এর অধীনে ন্যস্ত ক্ষমতাবলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তেলেঙ্গানা, হায়দ্রাবাদ স্থিত “আগ্রহ কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড –এর উপর ব্যাংকের নির্দেশক / তাদের পরিজনদের ঋণ এবং অগ্রিম প্রদান সংক্রান্ত রিজার্ভ ব্যাংকের আদেশবিধি / নির্দেশিকা লঙ্ঘন করার জন্য ₹1.00 লক্ষ টাকার (এক লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ করল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক উক্ত ব্যাঙ্কটির উদ্দেশ্যে একটি ‘কারণ-দর্শানো’-র সূচনা (নোটিশ) জারি করেছিল,যার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কটি তার জবাব জমা দেয়। তথ্য ও পরিস্থিতির যথার্থতা বিচার করার পর এবং এ বিষয়ে ব্যাঙ্কের দেওয়া জবাবটি বিবেচনার পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্তে উপনীত হয় যে বিধিলঙ্ঘনগুলি প্রমাণিত এবং উক্ত দন্ড আরোপ ন্যায্য। সঙ্গীতা দাস প্রেস বিজ্ঞপ্তি : 2015-2016/2840 |