আর বি আই দেরাদুনে ব্যাংকিং লোকপাল কার্যালয় প - আরবিআই - Reserve Bank of India
আর বি আই দেরাদুনে ব্যাংকিং লোকপাল কার্যালয় প্রতিষ্ঠা করল
তারিখ : 23/12/2016 আর বি আই দেরাদুনে ব্যাংকিং লোকপাল কার্যালয় প্রতিষ্ঠা করল নিকট অতীতে ব্যাংকিং পরিষেবার বিস্তার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে এবং বর্তমান কানপুর ব্যাংকিং লোকপাল কার্যালয়ের এক্তিয়ারভুক্ত অঞ্চলের বিশালতার কথা বিবেচনা করে ভারতীর রিজার্ভ ব্যাংক দেরাদুনে ব্যাংকিং লোকপাল কার্যালয় প্রতিষ্ঠা করেছে । ভারতীর রিজার্ভ ব্যাংক –এর অন্তর্গত ব্যাংকিং লোকপাল কার্যালয়, দেরাদুনের এক্তিয়ারে থাকবে সমগ্র উত্তরাখণ্ড রাজ্য এবং এছাড়াও পশ্চিম উত্তরপ্রদেশের সাতটি জেলা যেমন সাহারাণপুর, শামলি (প্রবুধ নগর), মুজাফ্ফর নগর, বাগপত, মীরাঠ, বিজনোর এবং অমরোহা (জ্যোতিবা ফুলে নগর) যে জেলাগুলি বর্তমানে কানপুর ব্যাংকিং লোকপাল কার্যালয়ের এক্তিয়ারের অন্তর্ভূক্ত ছিল। অজিত প্রসাদ প্রেস প্রকাশনী : 2016-2017/1642 |