আর বি আই বেসরকারি ক্ষেত্রে সার্বজনীক ব্যাংকগুলির “অন ট্যাপ” অনুজ্ঞাপ্রাপ্তির নির্দেশিকার অধীনে আবেদনকারীদের নাম প্রকাশ করল
জুন 30, 2017 আর বি আই বেসরকারি ক্ষেত্রে সার্বজনীক ব্যাংকগুলির “অন ট্যাপ” অনুজ্ঞাপ্রাপ্তির নির্দেশিকার অধীনে ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ বেসরকারি ক্ষেত্রে সার্বজনীক ব্যাংকগুলির “অন ট্যাপ” অনুজ্ঞাপ্রাপ্তির নির্দেশিকার অধীনে প্রাপ্ত আবেদনকারীদের নাম প্রকাশ করল।আজকের দিন পর্যন্ত রিজার্ভ ব্যাংক ইউ এ ই এক্সচেঞ্জ এবং ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কাছ থেকে আবেদন পেয়েছে। স্মরণ করা যেতে পারে যে বেসরকারি ক্ষেত্রে সার্বজনীক ব্যাংকগুলির “অন ট্যাপ” অনুজ্ঞাপ্রাপ্তির যে নির্দেশিকা জারি করা হয়েছিল আগস্ট 01, 2016 তারিখে সেখানে উল্লেখ করা হয়েছিল যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ব্যাংক অনুজ্ঞাপত্র প্রাপ্তির জন্য প্রাপ্তও আবেদনকারীদের নাম সময়ে সময়ে আর বি আই –এর ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেই অনুসারে, নির্দেশের প্রতি মান্যতা প্রদান করে, রিজার্ভ ব্যাংক আবেদনকারীদের নাম ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করবে। অজিত প্রসাদ প্রেস প্রকাশনি : 2016-2017/3542 |
পেজের শেষ আপডেট করা তারিখ: