আরবিআই-এর জালিয়াতি নজরদারি সেল বেঙ্গালুরু থেকে কাজ করবে জুলাই 1 থেকে
তারিখ 05/06/2013
আরবিআই-এর জালিয়াতি নজরদারি সেল বেঙ্গালুরু থেকে কাজ করবে জুলাই 1 থেকে
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ব্যাঙ্কিং তত্বাবধান বিভাগ, কেন্দ্রীয় কার্যালয়ের অন্তর্গত জালিয়াতি নজরদারি সেল বর্তমান অবস্থান-দ্বিতীয় তল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-1, কাফে প্যারেড, মুম্বাই – 400005 - থেকে স্থানান্তরিত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের বেঙ্গালুরু আঞ্চলিক কার্যালয়ে। কেন্দ্রীয় জালিয়াতি নজরদারি সেল ব্যাঙ্কিং তত্বাবধান বিভাগ, কেন্দ্রীয় কার্যালয় মুম্বাইএর অধীনেই থাকবে এবং বেঙ্গালুরুতে নতুন জায়গায় কাজ শুরু করবে জুলাই 01, 2013 থেকে। ব্যাঙ্ক এবং অন্যান্য সংশ্লিষ্ট আগ্রহীগণদের নতুন জায়গায় অবস্থিত কেন্দ্রীয় জালিয়াতি নজরদারি সেলের ঠিকানা নোট করে রাখতে অনুরোধ করা হচ্ছে।