আর বি আই কয়েকটি শহরাঞ্চলিক সমবায় ব্যাংকের তত& - আরবিআই - Reserve Bank of India
আর বি আই কয়েকটি শহরাঞ্চলিক সমবায় ব্যাংকের তত্ত্বাবধান নাগপুরে স্থানান্তরিত করল
তারিখ : 08/06/2016 আর বি আই কয়েকটি শহরাঞ্চলিক সমবায় ব্যাংকের তত্ত্বাবধান নাগপুরে স্থানান্তরিত করল যে সমস্ত অ-তফশিল ভুক্ত শহরাঞ্চলিক সমবায় ব্যাংকের প্রধান কার্যালয় ধুলে,নান্দুরবার, জলগাঁও এবং শোলাপুর জেলায় অবস্থিত ভারতীয় রিজার্ভ ব্যাংক জুন 07, 2016 তারিখ থেকে তাদের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান মুম্বাই থেকে নাগপুরে স্থানান্তরিত করল। এখন থেকে এই ব্যাংকগুলি সম্পর্কিত পত্র যোগাযোগের ঠিকানা হবে : মহাপ্রবন্ধক (General Manager) সঙ্গীতা দাস প্রেস বিজ্ঞপ্তি : 2015-2016/2850 |