আর বি আই “ব্যাংক অফ ইজরায়েল” এর সঙ্গে অবেক্ষণ - আরবিআই - Reserve Bank of India
আর বি আই “ব্যাংক অফ ইজরায়েল” এর সঙ্গে অবেক্ষণমূলক (supervisory) সহায়তা (cooperation) এবং অবেক্ষণ তথ্য (Information) বিনিময়ের (Exchange) সমঝোতা পত্রে (MoU) সই করল.
তারিখ: 08/03/2016 আর বি আই “ব্যাংক অফ ইজরায়েল” এর সঙ্গে অবেক্ষণমূলক (supervisory) সহায়তা (cooperation) এবং অবেক্ষণ তথ্য ভারতীয় রিজার্ভ ব্যাংক, “ব্যাংক অফ ইজরায়েল” এর সঙ্গে অবেক্ষণমূলক (supervisory) সহায়তা (cooperation) এবং অবেক্ষণ তথ্য (Information) বিনিময়ের (Exchange) সমঝোতা পত্রে (MoU) সই করল। সমঝোতা পত্রটি স্বাক্ষরিত হয় ব্যাংক অফ ইজরায়েল-এর পক্ষে ড. হেডভা বের, ব্যাংক সমূহের অবেক্ষক দ্বারা এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষে মিসেস পার্বতী সুন্দরম, দায়িত্বপ্রাপ্ত মুখ্য মহাপ্রবন্ধক দ্বারা । কিছু রাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সহযোগিতা এবং অবেক্ষণমূলক তথ্য আদানপ্রদান উন্নত করতে রিজার্ভ ব্যাংক তাদের অবেক্ষকদের সঙ্গে সমঝোতা পত্র, অবেক্ষণ মূলক সহযোগিতাপত্র এবং সহযোগিতা বিবরণে আবদ্ধ হয়েছে । এর ফলে রিজার্ভ ব্যাংক 32 টি সমঝোতা পত্র, একটি অবেক্ষণ মূলক সহযোগিতাপত্র এবং একটি সহযোগিতা বিবরণে সই করেছে । আল্পনা কিল্লাওয়ালা প্রেস প্রকাশনী : 2015-2016/2101 |