“অসামরিক বিমানচারণ-এর 100 বর্ষ” উদ্যাপন উপলক্ষে আরবি আই কর্তৃক ধাতুমুদ্রা জারি
তারিখঃ 27/12/2011 “অসামরিক বিমানচারণ-এর 100 বর্ষ” উদ্যাপন উপলক্ষে আরবি আই কর্তৃক ধাতুমুদ্রা জারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শীঘ্রই নিম্নলিখিত মাত্রা, নকশা এবং মিশ্রণ সম্বলিত `5 মূল্যমানের ধাতুমুদ্রা প্রচলনে আনবে অর্থাৎ
নকশা
এই ধাতুমুদ্রা অসামরিক বিমানচারণার 100 বর্ষ উদ্যাপন উপলক্ষে জারি করা হয়েছে এবং ভারতীয় কয়েনেজ অ্যাক্ট, 1906 অনুযায়ী এই ধাতুমুদ্রাগুলি বৈধ টেন্ডার। এই মূল্যমানের বর্তমা্নে বিদ্যমান ধাতুমুদ্রাও বৈধ টেন্ডার হিসাবে চালু থাকবে। অল্পনা কিল্লাওয়ালা প্রেস বিজ্ঞপ্তিঃ 2011-2012/1012 |
পেজের শেষ আপডেট করা তারিখ: