আরবিআই কর্তৃক ‘৫০০’ মূল্যমানের অ-ক্রমিক সংখ্য - আরবিআই - Reserve Bank of India
আরবিআই কর্তৃক ‘৫০০’ মূল্যমানের অ-ক্রমিক সংখ্যাসূচক ব্যঙ্কনোট জারি করা হবে
তারিখঃ ১৩/০৬/২০১১ আরবিআই কর্তৃক ‘৫০০’ মূল্যমানের অ-ক্রমিক সংখ্যাসূচক ব্যঙ্কনোট জারি করা হবে ব্যাঙ্কনোট প্রেসে ব্যাঙ্কনোটের মূদ্রণ সুলভে এবং তার প্রক্রিয়াগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রাথমিকভাবে নতুন ‘৫০০’ মূল্যমানের ব্যাঙ্কনোটের প্যাকেট জারি করা হবে, যেগুলি আবশ্যিকভাবে সবগুলি ক্রমিক সংখ্যায় থাকবে না। এটি আন্তর্জাতিক সর্বোত্তম প্রয়োগবিধির সঙ্গে সাযূজ্যপূর্ণ। অ-ক্রমিক সংখ্যায় বিন্যস্ত ব্যাঙ্কনোটের প্যাকেটে স্বভাবত ১০০ টি নোট থাকবে। অ-ক্রমিক সংখ্যায় বিন্যস্ত প্যাকেটের ব্যান্ডে পরিস্কারভাবে লেখা থাকবে “ এই প্যাকেটে ১০০ টি নোট আছে যেগুলি ক্রমিক সংখ্যায় বিন্যস্ত নয়”। অজিত প্রসাদ প্রেস বিজ্ঞপ্তিঃ২০১০-২০১১/১৮১০ |