ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক তাদের নামে ভূয়ো - আরবিআই - Reserve Bank of India
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক তাদের নামে ভূয়ো ওয়েবসাইট সম্পর্কে সতর্কতা বার্তা
তারিখ: 26/05/2014 ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক তাদের নামে ভূয়ো ওয়েবসাইট সম্পর্কে সতর্কতা বার্তা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নজরে এসেছে কিছু অচেনা ব্যক্তি কর্তৃক ভূয়ো ওয়েবসাইট http://www.rbi-inonline.org/savings.html তৈরি করা হয়েছে যা বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং পরিষেবা দানের প্রস্তাব দিয়ে “আরবিআই সেভিংস এ্যাকাউন্ট” খোলার জন্য সাধারণ জনগণকে অন-লাইনআবেদনকরতেবলছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করে জানায় যে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কের মত পরিষেবা দেয় না, যেমন সেভিংস ব্যাঙ্ক এ্যাকাউন্ট, কারেন্ট এ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ড ইত্যাদি ইত্যদি। অতঃপর, ভূয়ো সাইটে যেমন বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে সেই ধরনের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার প্রশ্নই ওঠে না। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জনগণকে সতর্ক করে দিয়েছে যে তাঁরা যেন জাল ওয়েবসাইট কর্তৃক প্রস্তাবিত মিথ্যা প্রস্তাবের শিকার না হন। জনগণকে রিজার্ভ ব্যাঙ্ক আরও সতর্ক করে দিয়েছে যে উক্ত ওয়েবসাইটে আবেদন করার ফলে কেউ তাঁর ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের কাছে প্রকাশ করে ফেলতে পারেন যার অপব্যবহারের দরুন তাঁর আর্থিক বা অন্যান্য ক্ষতি হতে পারে। জনগণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক ওয়েবসাইট rbi.org.in দেখতে পারেন এবং সেখানে পূর্বে জারি করা প্রেস বিজ্ঞপ্তিগুলির শিরোনাম ঘুরে ঘুরে দৃশ্যমান হয় এবং সেখানে তাঁরা রিজার্ভ ব্যাঙ্ক এবং তার গভর্নর এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের নামে পাঠানো বিপুল টাকার বিভিন্ন ধরনের ভূয়ো প্রস্তাব দেখতে পাবেন এবং জানতে পারবেন এই ধরনের প্রস্তাব পেলে কী করতে হবে। অল্পনা কিল্লাওয়ালা প্রেস বিজ্ঞপ্তিঃ 2013-2014/2290
|