RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78450150

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ১৯৯৯–কারেন্ট অ্যাকাউন্ট লেনদেন- বিদেশে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ব্যবহার

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট,১৯৯৯ কারেন্ট অ্যাকাউন্ট লেনদেন- বিদেশে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ব্যবহার

এ পি (ডিআইআর সিরিজ) সার্কুলার নং ৭৩ (২৪জানুয়ারি, ২০০৩)


ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ

কেন্দ্রীয় কার্যালয়

মুম্বাই৪০০০০১

এ পি (ডিআইআর সিরীজ) সার্কুলার নং ৭৩

২৪ জানুয়ারি, ২০০৩

সমস্ত অনুমোদিত বিদেশী মুদ্রা বিনিময়কারীদের জন্যে

মহাশয়/ মহাশয়া

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ১৯৯৯কারেন্ট অ্যাকাউন্ট লেনদেন- বিদেশে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ব্যবহার

অনুমোদিত বিদেশী মুদ্রা বিনিময়কারীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ৩রা মে ২০০০তারিখের ভারত সরকারের বিজ্ঞপ্তি নং G.S.R.381(E) এর উপর , যেখানে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট(কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্স্যাকশনস) নিয়ম, ২০০০ যা পরিবর্তিত হয়েছিল ৩০শে মার্চ ২০০১এর বিজ্ঞপ্তি নং S.O.301(E) জানানো হয়েছে অনুসারে কিছু ধরণের কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্স্যাকশনের জন্যে বিদেশী মুদ্রা তোলা নিষিদ্ধ এবং অন্যান্য কিছু ট্রান্স্যাকশনের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে

এরপর ভারত সরকার ৩রা মে ২০০০ তারিখের বিজ্ঞপ্তি নং G.S.R.381(E) পরিবর্তন করে ১৫ই জানুয়ারি, ২০০৩ তারিখে একটি বিজ্ঞপ্তি নং G.S.R.33(E) (অনুলিপি সংযোজিত) জারি করেছে এই অনুযায়ী অনুমোদিত বিদেশী মুদ্রা বিনিময়কারীদের জানানো হচ্ছে যে যেসকল নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্স্যাকশনস) নিয়মাবলি, ২০০০এর নিয়ম ৫এ ,যার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে পূর্ব অনুমতির প্রয়োজন হত তা নিবাসী দ্বারা বিদেশে ভ্রমণকালীন আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের জন্যে অর্থপ্রদান ক্ষেত্রে প্রযোজ্য হবে না যদি খরচ ক্রেডিট কার্ডের ধার্য সীমার মধ্যে থাকেযদিও ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট,১৯৯৯ অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য আলাদা ভাবে কোন আর্থিক/বিষয় মাফিক সীমা বেঁধে দেয় নি, নিষিদ্ধ বস্তু বা বিষয় যেমন লটারি টিকিট নিষিদ্ধ বা অবৈধ পত্রিকা সুইপস্টেক্সে অংশগ্রহণ বা কল ব্যাক পরিষেবার ক্রয়ের জন্য আন্তর্জাতিক ক্রেডিট কার্ডর ব্যবহারের উপর যে নিয়ন্ত্রণ আছে তা চালু থাকবে

অনুমোদিত বিদেশী মুদ্রাব্যবসায়ীরা এই সার্কুলারের বিষয়গুলি তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নজরে আনতে পারেন

৪। এই সার্কুলারে দেওয়া নির্দেশাবলী ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ১৯৯৯(১৯৯৯ এর ৪২)এর ধারা ১০() এবং ধারা১১() এর পরিপ্রেক্ষিতে দেওয়া

ইতি ভবদীয় গ্রেস কোশী

চীফ জেনারেল ম্যানেজার



দি গেজেট অফ ইন্ডিয়া

(এক্সট্রাঅরডিনারি)

অংশ ধারা ৩ উপ ধারা ()

অনুমতির দ্বারা প্রকাশিত

নতুন দিল্লী বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০০৩ / ২৬পৌষ১৯২৪

নং ২৩ অর্থ এবং সংস্থা সংক্রান্ত মন্ত্রালয়

(অর্থনৈতিক বিভাগ)

বিজ্ঞপ্তি

নিউদিল্লীবৃহস্পতিবার ১৬জানুয়ারি ২০০৩

G.S.R.33(E) - ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ১৯৯৯ (১৯৯৯ এর ৪২)এর ধারা ৫,উপধারা (১)এবং ৪৬নং ধারার উপধারা (২)এর অনুচ্ছেদ (a) দ্বারা অধিকার প্রয়োগ, এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে জনসাধারণের হিতের জন্য কেন্দ্রীয় সরকার এতদ্বারা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট(কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্স্যাকশনস্) নিয়মাবলি, ২০০০এর নিম্নলিখিত পরিবর্তনগুলি জারি করছে:

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রারম্ভ এই নিয়মগুলিকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্স্যাকশনস্) (পরিবর্তন)নিয়ম২০০০ বলা হবে

(২)এই নিয়মগুলি কার্যকরী হবে অফিসিয়াল গেজেটে প্রকাশণের তারিখ থেকে

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্স্যাকশনস্) নিয়ম২০০০এর নিয়ম৬এর পরে নিম্নলিখিত নিয়মটি ঢোকানো হল:

৭. বিদেশে থাকাকালীন আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ম ৫-এর অন্তর্গত কোন কিছুই প্রযোজ্য হবে না কোন ব্যক্তি দ্বারা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে খরচের জন্যে অর্থপ্রদান করার যদি তিনি সে সময়ে ভারতের বাইরে থাকেন

পাদটীকা প্রধান নিয়মগুলি প্রকাশিত হয়েছিল ৩রা মে ২০০০এর বিজ্ঞপ্তি নং G.S.R.381(E) এর অংশ ভাগ ৩উপভাগ () এবং যা পরে পরিবর্তিত হয়েছে ৩০শেমার্চ ২০০১এর S.O.301(E) বিজ্ঞপ্তি দ্বারা

[F.No.1/5/EC/2000 Vol.II]

সঞ্জীব মিশ্র যুগ্ম সচিব

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

এই পেজটি কি সহায়ক ছিল?