ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ড - আরবিআই - Reserve Bank of India
ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার উপর আর্থিক জরিমানা আরোপ করল
তারিখ : 31/07/2017 ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার উপর আর্থিক জরিমানা আরোপ করল আর বি আই – এর জারি করা “আপনার গ্রাহককে জানুন (KYC)” নীতি অনুপালন না করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক জুলাই 26, 2017 তারিখে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার উপর ₹ 20 মিলিয়ন আর্থিক জরিমানা আরোপ করল।ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 47A(1)(c) তত্সহ পঠিত ধারা 46(4) (i) – এর অধীনে তার উপর ন্যস্ত ক্ষমতাবলে আর বি আই দ্বারা জারি করা নির্দেশ অনুপালন না করার জন্য এই জরিমানা আরোপ করা হয়েছে । এই ব্যবস্থা নেওয়া হয়েছে নিয়ন্ত্রণমূলক অনুপালনের খামতির কারণে এবং ওই ব্যাংকের কোন গ্রাহক লেনদেন বা গ্রাহকের সঙ্গে ওই ব্যাংকের স্বাক্ষরিত চুক্তির বৈধতার সঙ্গে এর কোন সম্পর্ক নেই। পটভূমি একটি ব্যাংকে প্রতারনা সংক্রান্ত গণমাধ্যম প্রতিবেদনের ভিত্তিতে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু অ্যাকাউন্ট যেগুলিতে বেশী পরিমাণ লেনদেন সংঘটিত হয়েছে , সেই অ্যাকাউন্টগুলির উপর একটি পর্যবেক্ষণ করা হয় ।এই বিষয়ে প্রাপ্ত নথিপত্র পরীক্ষা করার পর ওই ব্যাংককে একটি কারণ দর্শানোর সূচনা জারি করে জানতে চাওয়া হয় যে আর বি আই দ্বারা জারি করা নির্দেশ অননুপালনের জন্য কেন তাদের উপর আর্থিক জরিমানা আরোপ করা হবে না। ব্যাংকটির উত্তর, ব্যক্তিগত শুনানিতে তাদের পেশ করা নিবেদন এবং তাদের জমা করা অতিরিক্ত তথ্যাদি এবং নথি পর্যালোচনার পর আর বি আই এই সিদ্ধান্তে এসেছে যে আর বি আই-এর নির্দেশ অননুপালনের উপরোক্ত অভিযোগটি প্রতিষ্ঠিত এবং এই আর্থিক জরিমানা আরোপ যথাযথ। অজিত প্রসাদ প্রেস প্রকাশনি : 2017-2018/294 |