রেসিডেন্ট ফরেন কারেন্সী (ডোমেস্টিক) অ্যাকাউন্& - আরবিআই - Reserve Bank of India
রেসিডেন্ট ফরেন কারেন্সী (ডোমেস্টিক) অ্যাকাউন্ট - নাগরিকদের জন্য সুবিধাদি এ পি (ডি-আই-আর) সিরিজ বিজ্ঞপ্তি নং ৬৪ (ডিসেম্বর ২৪, ২০০২)
নাগরিক বিদেশি মুদ্রা (দেশীয়) অ্যাকাউন্ট - নাগরিকদের জন্য সুবিধা
এ-পি (ডি-আই-আর সিরিজ) বিজ্ঞপ্তি নং ৬৪ (ডিসেম্বর ২৪, ২০০২)
ভারতীয় রিজার্ভ ব্যাংক
বিদেশি মুদ্রা বিনিময় বিভাগ
কেন্দ্রীয় কাযার্লয়
মুম্বাই ৪০০ ০০১
এ-পি (ডি-আই-আর সিরিজ) বিজ্ঞপ্তি নং ৬৪
ডিসেম্বর ২৪, ২০০২
প্রতি,
বিদেশি মুদ্রা লেনদেনকারী সকল অনুমোদিত ব্যবসায়ীগণ
মহাশয়া / মহাশয়
নাগরিক বিদেশি মুদ্রা (দেশীয়) অ্যাকাউন্ট - নাগরিকদের জন্য সুবিধা
বিদেশি মুদ্রা লেনদেনকারী সকল অনুমোদিত ব্যবসায়ীগণের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে এ-পি (ডি-আই-আর সিরিজ) বিজ্ঞপ্তি নং ৬৪ তারিখ নভেম্বর ২৩, ২০০২ এবং বিজ্ঞপ্তি FEMA.74/2002-RB তারিখ নভেম্বর ১, ২০০২ অনুযায়ী যে সমস্ত নাগরিকগণ কোন অনুমোদিত ভারতীয় ব্যবসায়ীর কাছে কাছে বিদেশি মুদ্রা (দেশীয়) অ্যাকাউন্ট খুলতে, রাখতে ও চালাতে পারবে যাতে বৈদেশিক বিনিময় অর্জিত হবে বিদেশী মুদ্রা, ব্যাংকের মুদ্রা, বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত ট্র্যাভেলারস চেকে।
২। এখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপরিল্লিখিত বিজ্ঞপ্তিতে যা ব্যবস্থা এবং নির্দেশাবলী দেওয়া হয়েছে তাছাড়াও বিদেশি মুদ্রা (দেশীয়) অ্যাকাউন্ট অর্জিত বিদেশি মুদ্রা এবং/অথবা নিকটাত্মীয়দের কাছ থেকে উপহার পাওয়া (যা কোম্পানী আইনে নির্দেশিত) এবং নাগরিকদের কর্তৃক ভারতে ফিরতযোগ্য রাশি ব্যাংকের স্বাভাবিক মাধ্যমে জমা করতে/মুক্ত করতে পারবে। বিদেশি মুদ্রা অর্জন হতে পারে বস্তুর এবং/অথবা পরিষেবার রপ্তানি, রয়ালটি, সাম্মানিকের মাধ্যমে।
৩। বিজ্ঞপ্তি FEMA.74/ 2002-RB তারিখ নভেম্বর ১, ২০০২-র প্রয়োজনীয় সংশোধনী পৃথকভাবে বিজ্ঞাপিত করা হচ্ছে।
৪। অনুমোদিত ব্যবসায়ীগণ তাদের সংশ্লিষ্ট সংস্থাদের এই সংশোধনী অবগত করাবেন।
৫। এই বিজ্ঞপ্তির অন্তর্গত নির্দেশাবলী উদ্ভুত হয়েছে ফরেন েক্সচেন ম্যানেজমেন্ট অ্যাক্ট ১৯৯৯ (১৯৯৯ এর ৪২ নং) এর ধারা ১০(৪) এবং ধারা ১১(১)অনুযায়ী ।
জি. পদ্মনাভন
অফিসার-ইন চার্জ