প্রাথমিক (শহরাঞ্চলিক) সমবায় ব্যাঙ্ক (ইউসিবি)-র & - আরবিআই - Reserve Bank of India
প্রাথমিক (শহরাঞ্চলিক) সমবায় ব্যাঙ্ক (ইউসিবি)-র জন্য অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ সংক্রান্ত পুনঃস্থিরিকৃত নির্দেশিকা
RBI/2017-18/175 মে 10, 2018 মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রাথমিক (শহরাঞ্চলিক) সমবায় ব্যাঙ্ক (ইউসিবি)-র জন্য অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ সংক্রান্ত পুনঃস্থিরিকৃত নির্দেশিকা অনুগ্রহ করে উপরোক্ত বিষয় এবং সময়ে সময়ে প্রযুক্ত তৎসম্বন্ধীয় সংশোধন সমূহের উপর আমাদের অক্টোবর 8, 2013 তারিখঙ্কিত সারকুলার UBD.CO.BPD.(PCB).MC.No.18/09.09.001/2013-14 দেখুন, যা জুলাই 1, 2015 তারিখাঙ্কিত মাস্টার সারকুলার DCBR.BPD.(PCB).MC.No:11/09.09.001/2015-16 –তে সংহত করা হয়েছে। উপস্থিত নির্দেশিকাগুলির উপর সমীক্ষা করা হয়েছে এবং (সংযোজক-I অনুসারে) উপরোক্ত মাস্টার সারকুলার-স্থিত নির্দেশিকাগুলির স্থানে পুনঃস্থিরিকৃত নির্দেশিকা জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 2. পুনঃস্থিরিকৃত নির্দেশিকার উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি নিম্নরূপ:
3. পুনঃস্থিরিকৃত নির্দেশিকা কার্যকর হবে এই সারকুলারটি বলবৎ হওয়ার তারিখ থেকে। এই সারকুলারটির তারিখের আগে জারি হওয়া নির্দেশিকার অধীনে অনুমোদনপ্রাপ্ত অগ্রাধিকার ক্ষেত্রের ঋণ মেয়াদপূর্তী/ নবীকরণ পর্যন্ত অব্যাহতভাবে অগ্রাধিকার ক্ষেত্রের অধীনে শ্রেণীভুক্ত থাকবে। 4. অগ্রাধিকার ক্ষেত্রের লক্ষ্য অর্জন বিবিধ উদ্দেশ্যে বিধিবদ্ধ অগ্রগমন-সংকেত/ সম্মতি মঞ্জুর করার সময় অগ্রাধিকার ক্ষেত্রের লক্ষ্য অর্জনের হিসেব বিবেচনায় নেওয়া হবে । এপ্রিল 1, 2018 থেকে কার্যকরীরূপে, ইউসিবি-কে আর্থিকভাবে বলিষ্ঠ এবং সুপরিচালিত (এফএসডব্লুএম) হিসাবে প্রকারগত হবার জন্য হবার যথাক্রমে অক্টোবর 13, 2014 এবং জানুয়ারি 28, 2015 তারিখাঙ্কিত আমাদের সারকুলার UBD.CO.LS.(PCB).Cir.No.20/07.01.000/2014-15 এবং DCBR.CO.LS.(PCB).Cir.No.4/07.01.000/2014-15 -তে নির্দিষ্ট করা মাপকাঠি-র পাশাপাশি অগ্রাধিকার ক্ষেত্রের লক্ষ অর্জনকে একটি মাপকাঠি হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। 2018-19 অর্থবর্ষের জন্য, অগ্রাধিকার ক্ষেত্রের লক্ষ্য/ অংশ-লক্ষ্য অর্জনের ঘাটতি মার্চ 31, 2018–এর অবস্থানের ভিত্তিতে নির্ণয় করা হবে। 2019-20 অর্থবর্ষ থেকে, তৎপরবর্তীকালে, অর্থবর্ষের শেষে লক্ষ্যঅর্জনের পরিমাননির্ণয়ে পৌঁছনো হবে প্রতি ত্রৈমাসিকের শেষে অগ্রাধিকার ক্ষেত্রে লক্ষ্য/ অংশ-লক্ষ্য অর্জনের গড়মানের উপর ভিত্তি করে। দৃষ্টান্তস্বরূপ উদাহরণ সংলগ্নক-II -তে প্রদত্ত আছে। আপনার বিশ্বস্ত, (নীরজ নিগম) সংযোজক: সংলগ্নক I ও II. |