স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারের পূনর্বি÷ - আরবিআই - Reserve Bank of India
স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারের পূনর্বিন্যাস
RBI/2015-16/362 এপ্রিল 07, 2016 চেয়ারম্যান/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মাননীয় মহোদয় স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারের পূনর্বিন্যাস অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ের উপর আমাদের এপ্রিল 1, 2015 তারিখাঙ্কিত সারকুলার RBI/2014-15/536 দেখুন। ভারত সরকার তাদের মার্চ 18, 2016 তারিখাঙ্কিত দ্রষ্টব্য অফিস মেমোর্যান্ডাম (ওএম) নং. F.No. 1/04/2016 –NS.II-এর মাধ্যমে 2016-17 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারের পূনর্বিন্যাস করার সিদ্ধান্ত জানিয়েছে (অনুলিপি সংযুক্ত আছে)। 2. প্রয়োজনীয় পদক্ষেপের জন্য এই সারকুলারটির বিষয়বস্তু আপনাদিগের ব্যাঙ্কের সেইসকল শাখাসমূহ যারা সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পের কাজ করে, তাদের নজরে আনা হোক। এইসব প্রকল্পগুলিতে বিনিয়োগকারীগণের (সাবস্ক্রাইবার) তথ্য অবগতির জন্য এগুলি আপনাদিগের শাখাসমূহের নোটিশ বোর্ডে প্রদর্শিত হতে হবে। আপনাদিগের বিশ্বস্ত (ভি.এস. প্রাজিশ) |