স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হারের পরিবর্তন
RBI/2016-17/6 জুলাই 7, 2016 চেয়ারম্যান/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মাননীয় মহাশয়, স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হারের পরিবর্তন অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ের উপর আমাদের এপ্রিল 7, 2016 তারিখাঙ্কিত সার্কুলার DGBA.GAD.3175/15.02.005/2015-16 দেখুন। ভারত সরকার তাদের জুন 20, 2016 তারিখাঙ্কিত দ্রষ্টব্য অফিস মেমোর্যান্ডাম (OM) No.F.No. 1/04/2016 –NS.II –এর মাধ্যমে 2016-17 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য বিভিন্ন স্বল্প স্বঞ্চয় প্রকল্পে সুদ হারের পরিবর্তন ঘোষণা করেছে (প্রতিলিপি সংযোজিত) । 2. প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এই সার্কুলারটির বিষয়বস্তু আপনার ব্যাঙ্কের সেইসকল শাখাসমূহের গোচরে আনা হোক যারা সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পের কাজ করে। এইসকল প্রকল্পের গ্রাহকদের তথ্যাবগতির উদ্দেশ্যে এগুলি আপনার শাখাসমূহেও প্রদর্শিত হতে হবে। আপনার বিশ্বস্ত, (ভি.এস. প্রাজিশ) সংযোজক: যথা উল্লেখিত |
পেজের শেষ আপডেট করা তারিখ: