নিকটতম রুপীতে লেনদেনের রাশিকে প্রকাশ - আরবিআই - Reserve Bank of India
নিকটতম রুপীতে লেনদেনের রাশিকে প্রকাশ
RBI.No.2006-2007/299
DBOD.<Dir. BC. 70/13.01.01/ 2006-07
মার্চ ৩০, ২০০৭
সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলি
(আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি ব্যাতীত)
নিকটতম রুপীতে লেনদেনের রাশিকে প্রকাশ
আমাদের নিয়ন্ত্রক বিজ্ঞপ্তি নং DBOD Dir. BC. 6/13.03.00/2006-07 তারিখ জুলাই ১, ২০০৬-টির ‘আমানেতের উপর সুদ’-এর অন্তর্গত অনুচ্ছেদ ১৯-এর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যেখানে ব্যাংকগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা সব লেনদেন, আমানতের সুদ প্রদান/ঋণের সুদ গ্রহণ সহ, নিকটতম রুপীতে প্রকাশ করতে হবে, অর্থাত্ ৫০ বা তার পয়সার বেশি ভগ্নাংশ হলে সেটিকে পরবর্তী পূর্ণ রুপীতে পরিণত করতে হবে অথবা ৫০ পয়সার কম হলে সেই ভগ্মাংশকে বাতিল করতে হবে। ব্যাংকগুলিকে পরামর্শ দেওয়া হচ্ছে ক্যাশ সার্টিফিকেটের ছাড়ার মূল্যকেও একইভাবে নিকটতম রুপীতে প্রকাশ করতে। ব্যাংকগুলিকে আরও পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি তাদের গ্রাহক রুপীর ভগ্নাংশে চেক দেন তবে তা বাতিল না করতে বা সেই চেকের আদায় বন্ধ না করতে।
৩। অনুগ্রহ করে মনে রাখবেন উপরোক্ত নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ (এ-এ-সি-এস) অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
ইতি ভবদীয়
(পি বিজয় ভাস্কর)
চীফ জেনারেল ম্যানেজার
|