সেফ ডিপোজিট লকার/ ব্যাংকের নিরাপদ জিম্মার প্রস - আরবিআই - Reserve Bank of India
সেফ ডিপোজিট লকার/ ব্যাংকের নিরাপদ জিম্মার প্রসার সেফ ডিপোজিট লকারে/ব্যাংকের নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্র পরিচালনা করা এবং তা ফিরতের প্রণালী
RBI/2006-2007/325
DBOD.No.Leg.BC.78 /09.07.005/2006-07
এপ্রিল ১৭, ২০০৭
সমস্ত তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের প্রতি
(আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ব্যতীত)
মাননীয় মহাশয়,
সেফ ডিপোজিট লকার/ ব্যাংকের নিরাপদ জিম্মার প্রসার
সেফ ডিপোজিট লকারে/ব্যাংকের নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্র
পরিচালনা করা এবং তা ফিরতের প্রণালী
সহজে লকার পরিচালনার ক্ষেত্রে কমিটি অন প্রসিডিওর এবং পারফরমেন্স অডিট অন পাবলিক সার্ভিসেস কতগুলি সুপারিশ করেছিল। সেফ ডিপোজিট লকার/নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্রের জিম্মাদারী সংক্রান্ত সমস্ত নির্দেশিকা আমরা পর্যালোচনা করেছি। পূর্বে জারী করা সমস্ত নির্দেশিকার পরিবর্তে আমরা নিম্নলিখিত নির্দেশিকাসমূহ জারী করছি।
১। লকার বন্টন
১.১। স্থায়ী আমানত লকারের সিকিউরিটি হিসেবে
কমিটি অন প্রসিডিওর এবং পারফর্মেন্স অডিট অফ পাবলিক সার্ভিসেস পর্যবেক্ষণ করেছে যে লকারের সুবিধার সঙ্গে যদি নির্দিষ্ট সীমার বেশি স্থায়ী বা অন্য কোনো আমানতকে যুক্ত করা হয় তাহলে সেইটি সুবিধা সীমিত করার সামিল এবং অবিলম্বে তা নিষিদ্ধ হওয়া উচিত। আমরা কমিটির পর্যবেক্ষণের সঙ্গে একমত এবং ব্যাংকগুলিকে এই ধরণের সীমিতকরণের অভ্যাস বজায় রাখার থেকে বিরত থাকার পরামর্শ দিই।
১.২। স্থায়ী আমানত লকারের সিকিউরিটি হিসেবে
ব্যাংক এমন অবস্থার সম্মুখীন হতে পারে যখন লকারের ভাড়াটে লকার চালু রাখে না বা তার ভাড়া দেয় না। অবিলম্বে লকার ভাড়া দেওয়া সুনিশ্চিত করতে, লকার ভাড়া দেওয়ার সময় ব্যাংক স্থায়ী আমানত গ্রহণ করতে পারে যা নাকি ৩ বছরের লকার ভাড়ার ব্যবস্থা করে এবং কোনো ব্যতিক্রমী ঘটনার জন্য লকার ভেঙে খোলার প্রয়োজন হলে তার শুল্কেরও ব্যবস্থা হয়। যাইহোক, নিয়মিত লকার ভাড়াটেদের কাছ থেকে ব্যাংকের স্থায়ী আমানতের জন্য পীড়াপীড়ি করা উচিত নয়।
১.৩। লকার ভাড়াটের অপেক্ষমানের তালিকা
লকার বন্টনের উদ্দেশ্যে ব্যাংকের শাখাগুলির লকার অপেক্ষমানের তালিকা প্রস্তুত রাখা উচিত এবং লকার বন্টনের ব্যাপারে স্বচ্ছতা সুনিশ্চিত করা উচিত। লকার বন্টনের উদ্দেশ্যে গৃহীত সমস্ত দরখাস্তের প্রাপ্তি স্বীকার এবং অপেক্ষমানের তালিকার নস্বর থাকা উচিত।
১.৪। ব্যাংকগুলিকে আরও পরামর্শ দেওয়া হয়েছে যে লকার বন্টনের সময় ভাড়াটেদের লকার পরিচালনার বিষয়ে চুক্তিপত্রের কপি দিতে।
২। সেফ ডিপোজিট লকারের নিরাপত্তার বিষয়
২.১। সেফ ডিপোজিট ভল্ট/লকার পরিচালনা করা
গ্রাহককে ভাড়া দেওয়া লকারের সংরক্ষণের ব্যাপারে ব্যাংকের প্রয়োজনীয় সাবধানতা এবং যথাযত সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যাংকের শাখাগুলিতে সেফ ডিপোজিট ভল্ট/লকারের কাজকর্মের যে ব্যবস্থা চালু আছে তার চালু অবস্থাতেই পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। নিরাপত্তার নিয়মাবলী ভালভাবে প্রকাশ করা উচিত এবং সংশ্লিষ্ট কর্মচারীরও সেই নিয়মবলী সম্পর্কে যথাযত ট্রেনিং থাকা উচিত। নিরাপত্তার নিয়মাবলী যাতে কঠোর ভাবে মানা হয় আভ্যন্তরীণ অডিটরেরা সেই ব্যাপারটা সুনিশ্চিত করবে।
২.২। অপেক্ষমান গ্রাহকদের লকার বণ্টনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতাগ্রহণ/যে লকারগুলি নিষ্ক্রিয় অবস্থায় আছে সেগুলির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা
সম্প্রতি একটা ঘটনায় দেখা গেছে কোনো এক ব্যাংকের শাখায় লকারে বিষ্ফোরক এবং অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। সেফ ডিপোজিট লকার ভাড়া দেওয়ার যে ঝুঁকি আছে ব্যাংক সেই বিষয়ে সচেতন হবে, এই ঘটনা সেই দিকেই জোর দেয়। এই প্রসঙ্গে ব্যাংকের নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া উচিত :
(ক) নতুন এবং বর্তমান গ্রাহক, যাদেরকে মাঝামাঝি ঝুঁকির শ্রেণীভুক্ত করা হয়েছে তাদের ক্ষেত্রে ব্যাংক অন্তত নির্দেশিত পন্থা গ্রহণ করে। যদি কোনো গ্রাহক অত্যন্ত বিপজ্জনক শ্রেণী ভুক্ত হয়, তাদের ক্ষেত্রে কে-ওয়াই-সি প্রথা অনুযায়ী যা প্রযোজ্য ব্যাংকের সেই পন্থা গ্রহণ করা উচিত।
(খ) মাঝারি ঝুঁকি শ্রেণী ভুক্ত লকার যেগুলি ৩ বছরের বেশী নিষ্ক্রিয় আছে বা উচ্চ ঝুঁকি শ্রেণী ভুক্ত লকার যেগুলি ১ বছরের বেশী নিষ্ক্রিয় আছে। ব্যাংক অবিলম্বে লকার ভাড়াটেদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ দেবে হয় লকার চালু করতে নয়তো লকার ছেড়ে দিতে। নিয়মিত ভাড়া দিয়ে যাওয়া ভাড়াটের ক্ষেত্রেও এই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ছাড়াও লকার ব্যবহার করা হচ্ছে না কেন লিখিতভাবে তার কারণ জানাতে বলা উচিত। যদি লকার ভাড়াটের কোনো প্রকৃত কারণ থাকে যেমন অনাবাসী ভারতীয় বা বদলির চাকুরীর জন্য যদি শহরের বাইরে থাকে তবে ব্যাংক লকার ভাড়াটেকে লকার চালু রাখতে দিতে পারে। যদি লকার ভাড়াটে কোন সাড়াও না দেয় বা লকার ব্যবহার না করে, সেক্ষেত্রে তাকে যথাযথ নোটিস দিয়ে ব্যাংক লকার খোলার কথা বিবেচনা করবে। এই পরিপ্রেক্ষিতে, লকার ভাড়ার চুক্তিতে ব্যাংকের একটা ধারা সংযোজন করা উচিত। যদি লকার একবছরের অধিক নিষ্ক্রিয় থাকে তবে ব্যাংকের অধিকার থাকবে লকার বন্টন বাতিল করার এবং লকার খোলার, এমনকি নিয়মিত ভাড়া দেওয়া থাকলেও।
(গ) আইনজ্ঞের সঙ্গে পরামর্শ সাপেক্ষে ব্যাংকের লকার ভেঙ্গে খোলার এবং জিনিসপত্রের তালিকা প্রস্তুত করার স্পষ্ট নিয়মবিধি থাকবে।
৩। সেফ ডিপোজিট লকার/নিরাপদ জিম্মায় রাখা জিনিসপত্র জীবিত ব্যক্তি(গণ)/নামাঙ্কিত(গণ)/আইনী উত্তরাধীকারী(গণ)-দের পরিচালনা করতে দেওয়া ও তা ফিরত দেওয়া
৩.১। আমারা আমাদের বিজ্ঞপ্তি DBOD.No.Leg. BC.95/2004-05 তারিখ জুন ৯, ২০০৫ প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আমানত অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হস্তান্তরের বিষয় পরামর্শ দিয়েছি। লকারের জিনিসপত্র/নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্র জীবিত ব্যক্তি/নামাঙ্কিত ব্যক্তি/আইনী উত্তরাধিকারীকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে একই নিয়মবিধি অনুসরণ করা উচিত।
৩.২। সেফ ডিপোজিট লকার পরিচালনা/নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্র ফিরিয়ে দেওয়া (জীবিত/নামাঙ্কন শর্তসহ)
যদি কোন লকার ভাড়াটে কোন ব্যক্তিকে নামাঙ্কিত করে ব্যাংকের উচিত সেই ব্যক্তিকে লকার পরিচালনের সুবিধা দেওয়া এবং একমাত্র লকার ভাড়াটের মৃত্যুর ক্ষেত্রে নামাঙ্কিত ব্যক্তিকে লকারের জিনিসপত্র সরিয়ে নেওয়ার স্বাধীনতা দেওয়া। যদি লকার যৌথ ভাবে ভাড়া করা হয় এবং যৌথ স্বাক্ষরের ভিত্তিতে লকার পরিচালনা করার নির্দেশ থাকে এবং লকার ভাড়াটে(রা) যদি কোনো ব্যক্তি(দের) নামাঙ্কিত করে তবে ব্যাংকের উচিত লকার ভাড়াটেদের জীবিত ব্যক্তি/নামাঙ্কিত ব্যক্তিদের যৌথভাবে লকার পরিচালনার এবং লকারের জিনিসপত্র সরিয়ে নেওয়ার অধিকার দেওয়া। জীবিত ব্যক্তির অধিকারের শর্তসহ যৌথভাবে যদি লকার ভাড়া করা হয় এবং ভাড়াটের যদি নির্দেশ থাকে যে “একজন অথবা জীবিত ব্যক্তি”, “যে কোনো একজন অথবা জীবিত ব্যক্তি”, বা “প্রথমজন অথবা জীবিত ব্যক্তি” বা জীবিতের অধিকারের অন্য যে কোনো শর্তসহ, সে ক্ষেত্রে লকার ভাড়াটে এক বা একাধিক ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে ব্যাংকের উচিত নির্দশ অনুসরণ করা। যাইহোক, লকারের জিনিসপত্র হস্তান্তরের আগে ব্যাংকের উচিত নিম্নলিখিত সাবধানতা অবলম্বন করা :
(ক) জীবিত/নামাঙ্কিত ব্যক্তিদের পরিচয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যাংককে যথাযত সর্তকতা ও সাবধানতা অবলম্বন করতে হবে এবং লকার ভাড়াটের মৃত্যুর ঘটনার সত্যতা যাচাইয়ের ব্যাপারে উপযুক্ত প্রমাণপত্র আদায় করতে হবে।
(খ) ব্যাংককে প্রয়াসের মাধ্যমে খুঁজে বার করতে হবে যে লকারধারীর মৃত্যুর পর লকার পরিচালনা করতে দেওয়ার উপর কোনে আদলতের জারী করা কোনো বিধি নিষেধ আছে কিনা; এবং
(গ) লকার ভাড়াটের জীবিত/নামাঙ্কিত ব্যক্তিদের পরিষ্কার জানিয়ে দেওয়া উচিত মৃত ভাড়াটের আইনত উত্তরাধী অছি হিসেবে তাদের লকার/নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্রের উপর পরিচালনার অধিকার দেওয়া হচ্ছে অর্থাত্ জীবিত/নামাঙ্কিত ব্যক্তিদের বিরুদ্ধে যদি অন্য কোনো ব্যক্তির কোনো অধিকার বা দাবী দাওয়া থাকে ব্যাংকের দেওয়া অধিকার তার উপর কোনো প্রভাব বিস্তার করবে না।
ব্যাংকের নিরাপদ জিম্মায় গচ্ছিত জিনিসপত্র ফেরত দেওয়ার ক্ষেত্রেও একই নিয়মবিধি অনুসরণ করা উচিত। ব্যাংকের খেয়াল রাখা উচিত, নিরাপদ জিম্মায় জিনিসপত্র জমা রাখার ক্ষেত্রে একজন ব্যক্তির বেশি নামাঙ্কনের সুবিধা পাওয়া যায় না।
৩.৩। ব্যাংকের লক্ষ্য রাখা উচিত যেহেতু পূর্বের শর্ত অনুযায়ী লকার ভাড়াটের জীবিত/নামাঙ্কিত ব্যক্তিদের পরিচালনার অধিকার দেওয়া হয়েছে যার ফলে ব্যাংকের উপর পূর্ণ দায়িত্ব-কর্তব্য পালনের কাজ বর্তায়, এর পরেও আইনি প্রতিনিধিত্ব হাজির করার জন্য পীড়াপীড়ি করা প্রয়োজনাতিরিক্ত এবং অন্যায্য এবং যা জীবিত/নামাঙ্কিত ব্যক্তিদের, সম্পূর্ণ এড়ান যায় এমন হয়রানির সন্মুখীন করে এবং সুতরাং মৃত লকার ভাড়াটে/নিরাপদ জিম্মায় গচ্ছিত রেখেছেন এমন ডিপোজিটের জীবিত/নামাঙ্কিত ব্যক্তিদের কাছে বৈধ উত্তরাধিকার পত্র, প্রশাসকের চিঠি, প্রবেটের জন্য পীড়াপীড়ি করা বা কোন দায়পত্র বা নিশ্চয়তা আদায় করা থেকে বিরত থাকা উচিত।
৩.৪। সেফ ডিপোজিট লকার পরিচালনা/নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্র ফিরিয়ে দেওয়া (জীবিত/নামাঙ্কন শর্ত ব্যাতিরকে)
লকার ভাড়াটের আইনী উত্তরাধিকার/উত্তরাধিকারের কোন অসুবিধা এবং অযথা হয়রানি এড়ান অবশ্যই প্রয়োজন। যদি মৃত লকার ভাড়াটে কোন নামাঙ্কন না করে থাকেন বা যৌথ ভাড়াটে কোন সুস্পষ্ট নির্দেশ না রেখে যায়। সেক্ষেত্রে সুস্পষ্ট জীবিত ব্যক্তির সুবিধা শর্তবলে এক বা একাধিক জীবিত ব্যক্তিকে পরিচালনার অধিকার দেওয়া যেতে পারে। ব্যাংকগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে আইনী উত্তরাধিকার/প্রতিনিধির লকারে পরিচালনার অধিকারের ক্ষেত্রে আইনজ্ঞের সঙ্গে আলোচনার ভিত্তিতে এক বন্ধুত্বপূর্ণ বিধিনিষেধ গ্রহণ করে ব্যাংকের নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্রের ক্ষেত্রেও একই বিধিনিষেধ অনুসরণ করা উচিত।
৩.৫। ব্যাংকগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা 45 ZC থেকে 45 ZF এবং ব্যাংকিং কোম্পানিজ (নমিনেশন) রুলস, ১৯৮৫ এবং ইন্ডিয়ান কনট্রাক্ট অ্যাক্ট এবং ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের ধারাগুলির দ্বারা তারা যেন পরিচালিত হয়।
৩.৬। ব্যাংককে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন আমাদের বিজ্ঞপ্তি নং DBOD.NO.Leg.BC.38/ C.233A-85 তারিখ মার্চ ২৯, ১৯৮৫ অনুসরণে নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার আগে/সেফ ডিপজিট লকারের জিনিসপত্র সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ার আগে জিনিসপত্রের তালিকা প্রস্তুত করে। বিজ্ঞপ্তিতে সংযুক্ত ফর্মের অনুকরণেই জিনিসপত্রের তালিকা প্রস্তুত করতে হবে, বা পরিস্থিতির প্রয়োজনে যতটা সম্ভব তার কাছাকাছি করতে হবে। এই বিজ্ঞপ্তির সংযোজনী-১-এ উপরোক্ত বিজ্ঞপ্তিটির একটি কপি দেওয়া আছে।
৩.৭। এছাড়া, যদি জীবিত/নামাঙ্কিত/আইনী উত্তরাধিকারিরা যদি ইচ্ছা করে লকার রেখে দেবে, ব্যাংক তাদের সঙ্গে নতুন চুক্তি করতে পারে এবং নামাঙ্কিত/আইনী উত্তরাধিকারিদের ক্ষেত্রে কে-ওয়াই-সি নিয়মাবলী মানতে পারে। সেক্ষেত্রে ব্যাংকের নিরাপদ জিম্মায় থাকা সিল করা/বন্ধ প্যাকেট খোলার প্রয়োজন নেই যখন সেগুলি জীবিত/নামাঙ্কিত/আইনী উত্তরাধিকার/ নিরাপদ জিম্মায় জিনিসপত্রের জমাকারীকে দিয়ে দেওয়া হয়েছে।
৩.৮। সরলীকৃত পরিচালনা ব্যবস্থা/নিয়মবিধি
ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই বিভিন্ন পরিস্থিতিতে মৃত আমানতকারী দাবীদাওয়া মিটিয়ে ফেলার জন্য মডেল অপরেশনাল প্রসিডিওর (আদর্শ পরিচালনবিধি) সূত্রবদ্ধ করেছে। বিভিন্ন পরিস্থিতিতে লকার পরিচালনা/নিরাপদ জিম্মায় গচ্ছিত জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমারা আই বি এ-কে পরামর্শ দিয়েছি অনুরূপ মডেল অপরেশনাল প্রসিডিওর তৈরী করবার জন্য। এই উদ্দেশ্যে সরলীকৃত নীতি/বিধিনিষেধ উদ্ভাবনের লক্ষ্যে ব্যাংকের বর্তমান ব্যবস্থা এবং মৃত আমানতকারীদের (লকার ভাড়াটে/নিরাপদ জিম্মায় রক্ষিত জিনিসপত্র আমানতকারী) বিভিন্ন দাবীদাওয়া মিটিয়ে ফেলার বিধিনিষেধের ব্যাপক পর্যালোচনার কাজ হাতে নেওয়ার পরামর্শ দিয়েছি। বোর্ডের অনুমোদন সাপেক্ষে এই পর্যালোচনার কাজ করতে হবে এবং সমস্ত প্রযোজ্য বিধিবদ্ধ ধারা সমূহ, পূর্ববতি নির্দেশ ছাড়াও আই বি এ-র দ্বারা তৈরী আদর্শ পরিচালনবিধি ইত্যাদি সমস্ত বিষয়গুলি বিবেচনার মধ্যে রেখে এই পর্যালোচনা করতে হবে।
৪। গ্রাহক পরিচালনা এবং প্রচার
৪.১। নামাঙ্কন/জীবিত ব্যক্তি শর্তের সুবিধা
নামাঙ্কন/জীবিত ব্যক্তির সুবিধার বিষয়ে লকার ভাড়াটে/জিনিসপত্র জমাকারীর ক্ষেত্রে ব্যাকের ব্যাপক প্রচার ও প্রসার করা উচিত। যৌথ অ্যাকাউন্টধারীদের একজনের মৃতুর ক্ষেত্রে লকারের জিনিসপত্রের অধিকার বা ব্যাংকে জিম্মায় রক্ষিত জিনিসপত্রের অধিকার আপনা থেকেই উত্তরাধিকার সুত্রে যৌথ অ্যাকাউন্টধারীদের জীবিত সদস্যের উপর বর্তায় না, যদি না জীবিত ব্যক্তির সুবিধার শর্ত চুক্তিতে সন্নিবিষ্ট থাকে। ব্যাংকে এই বিষয়ে বিশদে এবং স্পষ্ট করে প্রচারের মধ্যে দিয়ে উল্লেখ করতে হবে।
৪.২। মৃত লকার ভাড়াটে/ব্যাংকের জিম্মায় রক্ষিত জিনিসপত্রের জমাকারীর নামাঙ্কিত/জীবিত/আইনগতউত্তরাধিকারাকে লকার/ব্যাংকের জিম্মায় রক্ষিত জিনিসপত্রের পরিচালনার অধিকার দেওয়া হচ্ছে, ব্যাংককে তাদের নির্দেশসহ নীতি/পদ্ধতিগত বিষয় ওয়েবসাইটে স্থান দিতে হবে। নামাঙ্কিত/জীবিত/আইনগত উত্তরাধিকারীদের কাছ থেকে দাবী পেলেই ব্যাংককে একটা ছাপা কপি ঐসব ব্যক্তিকে দিতে হবে।
ইতি ভবদীয়
(প্রশান্ত সরণ)
চিফ জেনারেল ম্যানেজার-ইন-চার্জ
সংযোজনী ১
মার্চ ২৯, ১৯৮৫
DBOD.No.Leg.BC.38/C.233A-85
বিজ্ঞপ্তি
ব্যাকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ এর ধারা 45ZC-এর উপধারা ৩ এবং ধারা 45ZE-এর উপধারা ৪-এর অনুযায়ী রিজার্ভ ব্যাংকের উপর বর্তানো ক্ষমতাবলে রিজার্ভ ব্যাংক নির্দেশ জারী করছে যে নিরাপদ জিম্মায় রাখা সমস্ত জিনিসপত্র ফেরত দেওয়ার আগে তাদের তালিকা প্রস্তুত করতে হবে এবং সেফটি লকার থেকে জিনিস সরাবার অনুমতি দেওয়ার আগেই জিনিসপত্রের তালিকা প্রস্তুত করতে হবে সঠিক ফর্মে যা এর সঙ্গে সংযোজিত হয়েছে এবং পরিস্থিতির বিচারে যতখানি সম্ভব সঠিক ভাবে।
এ ঘোষ
ডেপুটি গভর্নর
ব্যাংকিং কোম্পানীর নিরাপদ জিম্মায় রাখা জিনিসপত্রের তালিকা প্রস্তুতির ফর্ম
ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট-১৯৪৯ ধারা 45ZC (3) অনুযায়ী
নিম্নলিখিত জিনিসপত্রগুলি শাখায় ব্যাংকের নিরাপদ জিম্মায় রেখেছেন শ্রী/শ্রীমতী (মৃত) যা চুক্তিবদ্ধ করা হয়েছিল/রসিদের তারিখ -তে, যার তালিকা করা হয়েছিল তারিখ সালে।
ক্রমিক সং
|
নিরাপদ জিম্মায় রাখা জিনিসপত্রের বিবরণ
|
অন্যান্য চিহ্নিতকরণের কোনো বিবরণ, যদি কিছু থাকে
|
|
|
|
|
|
|
উপরোক্ত তালিকা প্রস্তুত করা হয়েছিল নিম্নলিখিত ব্যক্তিদের উপস্থিতিতে :
১। শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত ব্যক্তি)
শ্রী/শ্রীমতী
(নাবালক নামাঙ্কিতের পক্ষে নিযুক্ত )
ঠিকানা অথবা
ঠিকানা
স্বাক্ষর
স্বাক্ষর
আমি, শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত/নাবালক নামাঙ্কিতের পক্ষে নিযুক্ত ) এতদ্বারা জিনিসপত্রের তালিকায় নকলসহ জিনিসপত্রের তালিকার প্রাপ্তি স্বীকার করি ।
শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত ব্যক্তি)
স্বাক্ষর
তারিখ এবং স্থান
শ্রী/শ্রীমতী
(নাবালকের পক্ষে নিযুক্ত)
স্বাক্ষর
তারিখ এবং স্থান
ব্যাংকিং কোম্পানির থেকে ভাড়া নেওয়া সেফটি লকারে রক্ষিত জিনিসপত্রের তালিকা
ব্যাকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ ধারা 45ZE (4) অনুযায়ী
নিম্নলিখিত জিনিসপত্রের তালিকা, যেগুলি সেফটি লকারে নং আছে এবং এই লকারটি আছে ব্যাংকের শাখায় অবস্থিত সেফ ডিপজিট ভল্টে, যেটি
* ভাড়া নিয়েছিলেন শ্রী/শ্রীমতী মৃতের একার নামে
(২) যৌথ ভাবে
(৩)
সেগুলি তালিকা করা হয়েছিল তারিখ সালে।
ক্রমিক সং
|
সেফটি লকারে রাখা জিনিসের বিবরণ
|
অন্যান্য চিহ্নিতকরণের কোনো বিবরণ, যদি কিছু থাকে
|
|
|
|
|
|
|
তালিকা প্রস্তুতির উদ্দেশ্যে, নানাঙ্কিত ব্যক্তি/এবং জীবিত ভাড়াটেকে লকারটি খুলতে দেওয়া হয়েছিল তাদের যারা
- লকারের চাবি দাখিল করতে পেরেছিল
- তার/তাদের নির্দেশে লকার ভেঙে খোলা হয়েছিল
উপরোক্ত তালিকা প্রস্তত করা হয়েছিল নিম্নলিখিত ব্যক্তিদের উপস্থিতিতে :
১। শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত)
ঠিকানা (স্বাক্ষর)
অথবা
১। শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত)
ঠিকানা (স্বাক্ষর)
এবং
শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত)
ঠিকানা (স্বাক্ষর)
(সাক্ষর)
শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত)
যৌথ ভাড়াটের উত্তরাধিকার
ঠিকানা (স্বাক্ষর)
২। সাক্ষী (গণ)-এর নাম, ঠিকানা এবং স্বাক্ষর :
* আমি, শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত)
* আমরা শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত), শ্রী/শ্রীমতী এবং শ্রী/শ্রীমতী যৌথ ভাড়াটের উত্তরাধিকার এতদ্বারা জিনিসপত্রের নকলসহ জিনিসপত্রের
তালিকার প্রাপ্তি স্বীকার করে।
শ্রী/শ্রীমতী (নামাঙ্কিত) শ্রী/শ্রীমতী (জীবিত ব্যক্তি)
স্বাক্ষর স্বাক্ষর
তারিখ এবং স্থান
শ্রী/শ্রীমতী (জীবিত ব্যক্তি)
স্বাক্ষর
তারিখ এবং স্থান
(* যা প্রযোজ্য নয় তা কেটে দিন)