ভারতে বসবাসকারীগণের সেভিংস ব্যাঙ্ক একাউন্ট – - আরবিআই - Reserve Bank of India
ভারতে বসবাসকারীগণের সেভিংস ব্যাঙ্ক একাউন্ট – যুগ্ম-ধারক – উদারীকরণ
আরবিআই/২০১১-১২/১৭৩ সেপ্টেম্বর ১৫, ২০১১ প্রতি বৈদেশিক মুদ্রায় ব্যবসা করার জন্য অনুমোদিত সমস্ত ব্যাঙ্ক মহাশয়া / মহাশয়, ভারতে বসবাসকারীগণের সেভিংস ব্যাঙ্ক একাউন্ট – সমস্ত প্রাধিকৃত ডিলার(এ ডি) ব্যাঙ্কগুলির দৃষ্টি মে ৩, ২০০০ তারিখের ফেমা বিজ্ঞপ্তি নং.৫-এর নিয়মাবলি ২(৬)-এর প্রতি আকৃষ্ট করা হচ্ছে যার অনুসারে অনাবাসী ভারতীয় (এনআরআই) বলতে বোঝায় ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় নাগরিক অথবা যাঁর জন্ম ভারতে। ২. বৈদেশিক মুদ্রা পরিচালন আইন, ১৯৯৯-এর অধীন ব্যক্তিবিশেষদের সুবিধাসমূহ পর্যালোচনা করার জন্য গঠিত সমিতি তাদের প্রতিবেদনে সুপারিশ করেছেন যে বসবাসকারী ব্যক্তিবিশেষ তাঁর দেশের ব্যাঙ্ক একাউন্টে অনাবাসী নিকট আত্মীয়/আত্মীয়দের(কোম্পানি আইন, ১৯৫৬ অনুযায়ী সংজ্ঞায়িত আত্মীয়) যুগ্ম একাউন্টধারক হিসেবে অন্তর্ভুক্ত করতে পারেন। ৩. পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতে বসবাসকারী কোনওব্যক্তিকে তাঁর দেশের ব্যাঙ্ক একাউন্টে যুগ্ম-ধারক হিসেবে অনাবাসী নিকট আত্মীয়/আত্মীয়দের ( কোম্পানি আইন, ১৯৫৬-র উপধারা ৬ দ্বারা সংজ্ঞায়িত আত্মীয়) ‘পূর্ববর্তী অথবা উত্তরজীবী’ ভিত্তিতে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া যেতে পারে । যদিও, বসবাসকারীর জীবিত থাকা কালে এই একাউন্ট পরিচালন করার অধিকার এই ধরনের অনাবাসী ভারতীয় নিকট আত্মীয়গণের থাকবে না। ৪. এডি ব্যাঙ্কগণ এই সার্কুলারের বিষয়বস্তু তাঁদের সহযোগী / গ্রাহকদের নজরে আনতে পারেন। ৫. এই সার্কুলারে অন্তর্গত নির্দেশগুলি বৈদেশিক মুদ্রা পরিচালন আইন, ১৯৯৯(১৯৯৯-এর ৪২)-এর উপধারা ১০(৪) এবং ১১(১)-এর অধীন জারি করা হয়েছে এবং এগুলি অন্য কোনও আইনের অধী্নে প্রয়োজনের ক্ষেত্রে প্রদত্ত অনুমতি/অনুমোদনসমূহের প্রতি পক্ষপাতহীন। আপনার বিশ্বস্ত (মিনা হেমচন্দ্র) |