শ্রী সুভাষ চন্দ্র গর্গ আর বি আই কেন্দ্রীয় পরি - আরবিআই - Reserve Bank of India
78509230
এই তারিখে প্রকাশিত জুলাই 14, 2017
শ্রী সুভাষ চন্দ্র গর্গ আর বি আই কেন্দ্রীয় পরিষদ –এ মনোনীত হলেন
তারিখ : 14/07/2017 শ্রী সুভাষ চন্দ্র গর্গ আর বি আই কেন্দ্রীয় পরিষদ –এ মনোনীত হলেন কেন্দ্রীয় সরকার শ্রী শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত করার জন্য বিত্তীয মন্ত্রক, অর্থনৈতিক বিষয় বিভাগ, নিউ দিল্লীর সচীব শ্রী সুভাষ চন্দ্র গর্গকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিষদের নির্দেশক হিসাবে মনোনীত করল। শ্রী সুভাষ চন্দ্র গর্গের মনোনয়ন জুলাই 12, 2017 তারিখ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ পর্যন্ত কার্যকরী থাকবে। জোশ জে॰ কাট্টূর প্রেস প্রকাশনি : 2017-2018/134 |
प्ले हो रहा है
শুনুন
এই পেজটি কি সহায়ক ছিল?