জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলির (ডি সি সি বি &# - আরবিআই - Reserve Bank of India
জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলির (ডি সি সি বি সমূহ) সংগ্রহে থাকা বিশেষভাবে উল্লেখিত ব্যাংকনোট সমূহ
RBI/2016-17/331 জুন 29, 2017 চেয়ারম্যান / পরিচালন নির্দেশক/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলির (ডি সি সি বি সমূহ) সংগ্রহে থাকা বিশেষভাবে উল্লেখিত ব্যাংকনোট সমূহ অনুগ্রহ করে ভারত সরকার দ্বারা জুন 20, 2017 তারিখে বিজ্ঞাপিত স্পেসিফায়েড ব্যাংক নোটস (ব্যাংক, পোস্ট অফিস এবং জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক সমূহের দ্বারা জমা করা) রুলস, 2017 (প্রতিলিপি সংলগ্নিত) দেখুন। উল্লেখিত রুলসের অনুচ্ছেদ 2 অনুসারে জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলি তাদের গ্রাহকদের কাছ থেকে নভেম্বর 10 থেকে 14 তারিখ পর্যন্ত সময়ে যে বিশেষভাবে উল্লেখিত ব্যাংকনোট সমূহ (এস বি এন সমূহ) জমা নিয়েছিল সেই বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই নোটগুলি নিম্নলিখিত উপায়ে গ্রহণ করা হবে:
আপনার বিশ্বস্ত, (পি. বিজয়কুমার) |