চেক ফর্মে নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহের পরিবর্ধ - আরবিআই - Reserve Bank of India
চেক ফর্মে নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহের পরিবর্ধন ও প্রমিতকরণ
আরবিআই/২০০৯-১০/৫০৩ জুন ২২, ২০১০ সভাপতি এবং পরিচালন অধিকর্তা / মুখ্য নির্বাহী আধিকারিক মহাশয়া / প্রিয় মহাশয়, চেক ফর্মে নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহের পরিবর্ধন ও প্রমিতকরণ উপরোক্ত বিষয়ে আমাদের ফেব্রুয়ারি ২২, ২০১০ তারিখাঙ্কিত সার্কুলার ডিপিএসএস.সিও.সিএইচডি.নং. ১৮৩২/০৪.০৭.০৫/২০০৯-১০-এর প্রতি, বিশেষ করে সংযোজনীর অনুচ্ছেদ সংখ্যা ১.৮-এর অন্তর্গত ‘ চেকে পরিবর্তন / সংশোধন নিষিদ্ধকরণ’-এর উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইনগত সিদ্ধতা, কার্যকরী করার তারিখ ইত্যাদির বিষয়ে স্পষ্টিকরণ চেয়ে কিছু অনুসন্ধান আমরা সাধারণ মানুষ এবং ব্যাঙ্কের থেকে পেয়েছি। আমরা স্পষ্ট করে দিতে চাই যে ‘ চেকে পরিবর্তন / সংশোধন নিষিদ্ধকরণ’-এর প্রস্তাব – i. ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনাক্রমে চেকের ফর্মের প্রমিতকরণ ও এবং চেকের নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্যগুলির পরিবর্ধনের প্রয়োজনীয়তা পরীক্ষা করে দেখার জন্য গঠিত অনুসন্ধান গোষ্ঠী্র সুপারিশ অনুসারে প্রণীত; এই প্রস্তাব ডিসেম্বর ১, ২০১০ থেকে কার্যকরী হবে। ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে যে তারা যেন উপযুক্ত যত্নসহকারে গ্রাহকদের এ ব্যাপারে শিক্ষিত এবং সচেতন করেন যাতে সমগ্র পদ্ধতিটি সাবলীলভাবে প্রয়োগ করা যায়। আমাদের উল্লিখিত সার্কুলারের অন্তর্গত অন্যান্য বিষয়গুলি সম্পর্কে ভারতীয় ব্যাঙ্ক সমিতি / ভারতীয় জাতীয় অথপ্রদান নিগম দ্বারা প্রেরিত পত্রাদি মাধ্যমে তারা অবগত হবেন। আপনার বিশ্বস্ত (অরুণ পাসরিচা) |