নোটের প্যাকেট স্টেপেল করা - রোধ - আরবিআই - Reserve Bank of India
নোটের প্যাকেট স্টেপেল করা - রোধ
নোট প্যাকেট পিনবদ্ধ দূরীকরণ করা
কেন্দ্রীয় কার্যালয়
কেন্দ্র ১, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার,
কাফে প্যারেড, কোলবা, মুম্বাই ৪০০ ০০৫
নভেম্বর ৭, ২০০১
১৬ই কার্তিক, ১৯২৩ (শক)
DBOD No.Dir. BC. 42/13.03.00/2001-02
ব্যাংক নিয়ন্ত্রক আইনের ৩৫এ ধারা বলবত্ করার ক্ষমতা সম্পন্ন হয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে সন্তুষ্ট থেকে জনগনের প্রয়োজনে ও সুবিধার্থে নির্দেশ জারি করেছে যে এই বিষয়ে এই যে ঘোষণার পর থেকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে –
১। ব্যাংকগুলি নতুন / পুনঃব্যবর্হায্য / অব্যবর্হায্য নোটের প্যাকেটগুলিকে পরিবর্তে কাগজের তৈরী পট্টি দিয়ে রক্ষা করবে।
২। ব্যাংকগুলি ব্যবর্হায্য ও অব্যবর্হায্য নোটগুলিকে বাছাই করবে এবং জনগনের মধ্যে কেবল ব্যবহারযোগ্য নোটই প্রদান করবে। ব্যাংকগুলি কারেন্সি চেস্টেস্ মাধ্যমে অভ্যন্তরস্থ দূরবর্তী স্থানে প্রেরনের উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংককে বিনাপিনবদ্ধ অবস্থায় ময়লা নোট প্রদান করবে।
৩। ব্যাংকগুলি অবিলম্বে নোটের জলছবির দিকে যেকোনরুপ রেখাঙ্কন বন্ধ করবে।
(কে. এল. ক্ষেত্রপাল)
একজিকিউটিভ ডিরেক্টর