পর্যাপ্ত নোটের সরবরাহ আছে ;শঙ্কিত হবেন না বা ন - আরবিআই - Reserve Bank of India
78490975
এই তারিখে প্রকাশিত নভেম্বর 17, 2016
পর্যাপ্ত নোটের সরবরাহ আছে ;শঙ্কিত হবেন না বা নোট মজুত করবেন না:আর বি আই পুনরায় ঘোষণা করল
তারিখ : 17/11/2016 পর্যাপ্ত নোটের সরবরাহ আছে ;শঙ্কিত হবেন না বা নোট মজুত করবেন না:আর বি আই পুনরায় ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ আবার নিশ্চয়তা প্রদান করছে গত দুমাস সময়কাল থেকে বর্ধিত পরিমাণে নোট মুদ্রনের ফলে পর্যাপ্ত পরিমাণে নোটের সরবরাহ বজায় আছে।সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন শঙ্কিত না হন বা প্রচলিত ব্যাংক নোট মজুত না করেন। অল্পনা কিল্লাওয়ালা প্রেস প্রকাশনী : 2016-2017/1235 |
प्ले हो रहा है
শুনুন
এই পেজটি কি সহায়ক ছিল?