বিদ্যমান ₹ 500/- এবং ₹ 1000/- ব্যাঙ্কনোট (ব&# - আরবিআই - Reserve Bank of India
বিদ্যমান ₹ 500/- এবং ₹ 1000/- ব্যাঙ্কনোট (বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট)-এর বৈধ টেন্ডার চরিত্র প্রত্যাহার – ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট(এসবিএন) জমা
RBI/2016-17/189 ডিসেম্বর 19, 2016 চেয়ারম্যান/ প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, মাননীয় মহাশয়, বিদ্যমান ₹ 500/- এবং ₹ 1000/- ব্যাঙ্কনোট (বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট)-এর বৈধ টেন্ডার চরিত্র প্রত্যাহার – ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট(এসবিএন) জমা অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ের উপর নভেম্বর 08, 2016 তারিখাঙ্কিত সারকুলার DCM (Plg) No.1226/10.27.00/2016-17 দেখুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসবিএন-এর মূল্য জমা পড়া সম্পর্কিত অনুচ্ছেদ 3-এর C তে বিধান ii, iii এবং iv –এর উপর করা একটি সমীক্ষার ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসবিএন আমানত করার উপর সেইসময় নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করা হবে(যা নিম্নে বিবৃত হল) যখন ঐপ্রকার আমানত প্রধান মন্ত্রী গরীব কল্যাণ যোজনা, 2016-এর জন্য ট্যাক্সেশন এবং ইনভেস্টমেন্ট রেজিমের অধীনে করতে উৎসাহ দেওয়া হবে:
2. অনুগ্রহ করে প্রাপ্তিস্বীকার করুন। আপনার বিশ্বস্ত (পি বিজয় কুমার)
|