আরবিআই পিম্পল নিলাখ, পুনে, মহারাষ্ট্র স্থিত শ্রী ছত্রপতি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, -এর লাইসেন্স বাতিল করল
তারিখ: 08/02/2017 আরবিআই পিম্পল নিলাখ, পুনে, মহারাষ্ট্র স্থিত শ্রী ছত্রপতি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, -এর লাইসেন্স বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) পিম্পল নিলাখ, পুনে, মহারাষ্ট্র স্থিত শ্রী ছত্রপতি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড -এর লাইসেন্স বাতিল করল। উক্ত আদেশ ফেব্রুয়ারি 07, 2017 কাজের শেষ থেকে কার্যকরী করা হয়। তদুপরি, নিবন্ধক, সমবায় সমিতির, মহারাষ্ট্র-কে অনুরোধ করা হয়েছে ব্যাঙ্কটিকে গুটিয়ে ফেলা এবং লিক্যুইডেটর নিয়োগ করার জন্য আদেশ জারি করতে। রিজার্ভ ব্যাঙ্ক উক্ত ব্যাঙ্কটির লাইসেন্স বাতিল করল যেহেতু:
এর লাইসেন্স বাতিলের পরিণতি হিসাবে পিম্পল নিলাখ, পুনে, মহারাষ্ট্র স্থিত শ্রী ছত্রপতি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, -কে অবিলম্বে বি আর অ্যাক্ট, 1949 (এএসিএস)-এর ধারা 5 (b)-এর সংজ্ঞা অনুসারে ‘ব্যাঙ্কিং’ কাজকর্ম সম্পাদন করা থেকে নিষিদ্ধ ঘোষণা করা হল। লাইসেন্স বাতিল এবং লিক্যুইডেশন কার্যপ্রণালী শুরুর সাথে সাথে, ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি করপোরেশন (ডিআইসিজিসি) অ্যাক্ট, 1961 অনুসারে পিম্পল নিলাখ, পুনে, মহারাষ্ট্র স্থিত শ্রী ছত্রপতি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর আমানতকারীদের রাশিপ্রদানের প্রক্রিয়া গতিপ্রাপ্ত হবে। লিক্যুইডেশনের পর, প্রত্যেক আমানতকারী ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি করপোরেশন (ডিআইসিজিসি) থেকে স্বাভাবিক বিধি ও শর্তাদি অনুসারে তার জমা করা আমানতরাশির থেকে স্বাভাবিক বিধি ও শর্তাদি অনুসারে ₹ 1,00,000/- (এক লক্ষ টাকা মাত্র)-এর ঊর্ধসীমা পর্যন্ত অর্থ ফেরত পাবার অধিকারপ্রাপ্ত হবেন। অজিত প্রসাদ প্রেস প্রকাশনি: 2016-2017/2133 |
পেজের শেষ আপডেট করা তারিখ: