ঝুঁকি বনাম রিটার্ন সংক্রান্ত এসএমএস - আরবিআই - Reserve Bank of India
ঝুঁকি বনাম রিটার্ন সংক্রান্ত এসএমএস
দ্রুত ও উচ্চহারে রিটার্ন স্কিম? এতে ঝুঁকি থাকতে পারে! ডিপোজিট ফেরত দিতে যদি কোনো সত্তা ব্যর্থ হয় তাহলে অভিযোগ জানান www.sachet.rbi.org.in-এ। আরও জানতে কল করুন নম্বরে।
ঝুঁকি বনাম রিটার্নে আইভিআরএস
আরবিআই-কে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। উচ্চ হারে রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া অনলাইন ডিপোজিট স্কিমে কখনো আকৃষ্ট হবেন না। এগুলি হতে পারে বিপজ্জনক এবং হতে পারে ক্ষতি এমনকি বিনিয়োজিত টাকা সম্পূর্ণ সাফ হয়ে যেতে পারে। এই ধরনের স্কিমে বিনিয়োগের আগে আগাগোড়া যাচাই করুন কেননা এটি হতে পারে প্রতারক এবং আপনার কঠোর পরিশ্রমে অর্জিত টাকা সংগ্রহের পর প্রমোটার অদৃশ্য হয়ে যেতে পারে। কোনো সত্তা যে কোনো স্কিমের অধীনে ডিপোজিট বা টাকা সংগ্রহের পর ফেরত দিতে ব্যর্থ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ বা তথ্য দিতে www.sachet.rbi.org.in ভিজিট করুন। আরবিআই, সেবি, আইআরডিএ, পিএফআরডিও বা রাজ্য সরকারগুলি দ্বারা নিয়ন্ত্রিত সত্তাগুলির তালিকা www.sachet.rbi.org.in-এ লভ্য।
অডিও
ঝুঁকি ও রিটার্ন সংক্রান্ত এসএমএস শুনতে ক্লিক করুন (হিন্দি ভাষা)
ঝুঁকি ও রিটার্ন সংক্রান্ত এসএমএস শুনতে ক্লিক করুন (ইংরেজি ভাষা)
কুইক লিঙ্ক
আপনি যে বিষয়টি সম্পর্কে আরও জানতে চান তাতে ক্লিক করুন এবং এটি সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য থাকবে. যদি আপনার আরও স্পষ্টীকরণ প্রয়োজন হয়, তাহলে অনুগ্রহ করে আমাদের rbikehtahai@rbi.org.in তে লিখুন