প্রেস রিলিজ - আরবিআই - Reserve Bank of India
প্রেস রিলিজ
আরবিআই কর্তৃক ‘৫০০’ মূল্যমানের অ-ক্রমিক সংখ্যাসূচক ব্যঙ্কনোট জারি করা হবে
ডঃ সুব্বারাও, গভর্নর-এর স্বাক্ষর সম্বলি্ত মহাত্মা গান্ধী সিরিজ অন্তর্গত ১০০ টাকা মূল্যমানের ব্যাঙ্কনোট - যার দুটি নম্বর প্যানেলেই ‘এল’ অক্ষর ইনসেট করা - নির্গমন
ডঃ সুব্বারাও, গভর্নর-এর স্বাক্ষর সম্বলি্ত মহাত্মা গান্ধী সিরিজ ২০০৫ অন্তর্গত ১০ টাকা মূল্যমানের ব্যাঙ্কনোট - যার দুটি নম্বর প্যানেলেই ‘বি’ অক্ষর ইনসেট করা - নির্গমন
জুন ৩০, ২০১১ থেকে ২৫ পয়সার নীচের ধাতুমুদ্রা আর বৈধ টেন্ডার হিসেবে গণ্য হবে নাঃ আরবিআই জনগণের কাছে আবেদন জানাচ্ছে জুন ২৯, ২০১১-এর মধ্যে সেগুলি পালটে নিতে
“বৃহদীশ্বরর মন্দিরের সহস্র বৎসর” বিষয়ক নতুন ধাতুমুদ্রা ‘৫’-এর নির্গমন
ডঃ সুব্বারাও, গভর্নর-এর স্বাক্ষর সম্বলি্ত অতিরিক্ত/নতুন সুরক্ষা বৈশিষ্ট্যযুক্ত মহাত্মা গান্ধী সিরিজ অন্তর্গত ১০ টাকা মূল্যমানের ব্যাঙ্কনোট - যার দুটি নম্বর প্যানেলেই ‘এন’ অক্ষর অন্তর্ভুক্ত - নির্গমন
আমানত সংগ্রহকারী অননুমোদিত কোম্পানি সম্বন্ধে আরবিআই-এর জনসাধারণের প্রতি সতর্কীকরণ
পেজের শেষ আপডেট করা তারিখ: আগস্ট 02, 2025